ইব্রাহীম খলিল: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অত্যাবশকীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে বাজার মনিটরিংসহ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান থানা পুলিশের সহযোগিতায় এ মোবাইলকোর্ট পরিচালনা করেন। বিভিন্ন দোকানে মূল্য তালিকা না থাকায় ও অতিরিক্ত দামে পন্য বিক্রি করায় ভোক্তা অধিকার আইনে নবীনগর বড় বাজারে ৪ দোকানে ১৩ হাজার টাকা জরিমানা করা হয় এবং সতর্ক করে দেওয়া হয়। এসময় বাজার কমিটির সেক্রেটারি আশরাফুল জনিসহ অনেকেই উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/এসএ
আপনার মতামত লিখুন :