শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২২, ০১:৩৪ দুপুর
আপডেট : ২৮ এপ্রিল, ২০২২, ০১:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদে না খেয়েও কাটানো বৃদ্ধ “প্রধানমন্ত্রী উপহার পাকা ঘর পেয়ে আবেগ আপ্লুত

খাদেমুল বাবুল: [২] জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জোড়খালী গ্রামের অহেজ আলী (৭৫)। থাকতেন অন্যের আশ্রয়ে। কাটিয়েছেন যাযাবর জীবন। ঈদের আগে স্বপ্নের ঠিকানা সেমি পাঁকা ঘর পেয়ে আবেগ আপ্লুত অহেজ আলী। 

[৩] আবেগ আপ্লুত অহেজ আলী বলেন, বৌ-পোলাপান নিয়ে জীবনডা বড় দুঃখ-কষ্ট করে পারকরছি। কতো জুনের বারী (বাড়ি) কতো দিন-আইত(রাত) পোয়াই গেছে হিআত্মা নাই। ঈদের আগে সামাই-সুজি না খইয়েও থাকছি। আজ “মা” জননীর দালান ঘর পাইছি। আমার ঠাই খোয়াফের মোতন ডেকতাছে।

 [৪] মঙ্গলবার (২৬ এপ্রিল) ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জামালপুরে ২৮০টি ৩য় পর্যায়ের ঘরের উদ্বোধনের পর  মাদারগঞ্জ উপজেলার ৩০টি ভূমিহীন- গৃহহীন পরিবারের মাঝে ৩০টি সেমি পাঁকা ঘর ও দুই শতাংশ করে জমির মালিকানা দলিল হস্তান্তর করা হয়। করেন। 

[৫] জেলায় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প আশ্রায়ন-২ ও ভূমি মন্ত্রণালয়ের অর্থায়নে তৃতীয় পর্যায়ের "ক" শ্রেণির দুই লাখ ৫৯ হাজার টাকা ব্যয়ে নির্মিত ২৮০টি সেমি পাঁকা ঘর নির্মাণ করা হয়েছে। 

[৬] এসব ঘরের মধ্যে জামালপুর সদর-১০৯টি, সরিষাবাড়ি-৩টি, মাদারগঞ্জ-৩০টি, মেলান্দহ-২৫টি, ইসলামপুর-৩০টি, দেওয়ানগঞ্জ-২৮টি ও বকশীগঞ্জ উপজেলায় ২০টি ঘর রয়েছে।

[৭] প্রথম পর্যায় "ক" শ্রেণির এক হাজার ৪৭৮, দ্বিতীয় পর্যায় ৭৭৫ এবং  তৃতীয় পর্যায়ের ২৮০টি ঘরসহ জামালপুর দুই  হাজার ৫৩৩ ভূমিহীন-গৃহহীন অসহায় পরিবার তাদের স্বপ্নের ঠিকানা পেয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়