শিরোনাম
◈ ভারতে ‘অবৈধ বাংলাদেশিদের’ জন্য ডিটেনশন সেন্টার তৈরির ঘোষণা (ভিডিও) ◈ কিছু হুতুমপেঁচা আমাদের বাগানে ঢুকে সবকিছু এলোমেলো করে দেওয়ার চেষ্টা করে : জামায়াতের আমীর ◈ আমার চাকরি আসলে কেড়ে নেওয়া হয়েছে, আমাকে জোর করে এ কাজে আনা হয়েছে: ড. মুহাম্মদ ইউনূস ◈ তুরাগ নদীর  সেতু ভেঙে পাথরবোঝাই ট্রাক পানিতে ◈ হাইকোর্টে উপদেষ্টা হাসান আরিফের জানাজা অনুষ্ঠিত ◈ জার্মানিতে গাড়ি চালিয়ে সৌদি নাগরিকের হামলা, বহু হতাহত ◈ বনানী বস্তির আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে ◈ ঢালাও মামলা, দেশে-বিদেশে আইনি লড়াইয়ের প্রস্তুতি আ.লীগের ◈ ওয়েস্ট ইন্ডিজ থেকে রোববার দেশে ফিরছে ১২ ক্রিকেটার, বাকিরা সোমবার ◈ বিসিবি আমাকে অধিনায়কত্বের দায়িত্ব দিলে আমি নিতে প্রস্তুত: লিটন দাস

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২৩, ০৬:০৫ বিকাল
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২৩, ০৬:০৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিক্ষক সামিউলের অন্য রকম ভালোবাসা 

শিক্ষক সামিউলের অন্য রকম ভালোবাসা 

শাহাজাদা এমরান, কুমিল্লা: তখনও সড়কে ব্যস্ততা বাড়েনি। কুিমল্লা নগরীর সড়কগুলোতে একদল নারী ঝাড়ু দিচ্ছিলেন। কেউবা ডাস্টবিন থেকে ময়লা কুড়িয়ে ভ্যানে করে ভাগাড়ে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন মুহুর্তে তাদের সামনে হাজির হন কুমিল্লা কালেক্টরেট স্কুল ও কলেজের আর্টের শিক্ষক সামিউল আলম জাহেদ। 

তাদের সাথে কুশল বিনিময় করেন। হাতে তুলে দেন রঙিন বেলুন ফুল ও একটি খাম। দিনের শুরুতে শিক্ষক সামিউলের এমন ভালোবাসা পেয়ে  আপ্লূত নগর কুমিল্লার পরিচ্ছন্ন কর্মীরা।

সামিউল একজন ভাস্কর্য শিল্পীও। ২০২১ সালের নভেম্বরে তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত পঞ্চম জাতীয় ভাস্কর্য প্রদর্শনীতে চক দিয়ে ভাস্কর্য বানিয়ে জাতীয় পুরস্কার পান।

পরিচ্ছন্নতাকর্মীদের সাথে ভালোবাসা বিনিময়ের বিষয়ে শিক্ষক সামিউল জানান, ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস ও আমার জন্মদিনও। নিজের জন্মদিনটি সমাজের বিশেষ মানুষদের সাথে উদযাপন করেছি। তাদের হাতে রঙিন বেলুন ফুল ও কিছু নগদ টাকা দিয়েছি। এ মানুষগুলো আমাদের শহরটাকে পরিচ্ছন্ন রাখে। আমাদের উচিৎ তাদের সাথে ভালোবাসা বিনিময় করা। আমি সে কাজটাই করেছি। 

কুমিল্লা কালেক্টরেট স্কুল ও কলেজের অধ্যক্ষ নার্গিস আক্তার বলেন, শিক্ষক সামিউল একজন জাতীয় মানের ভাস্কর। একজন ভালো শিক্ষক। প্রতি বছর ভালোবাসা দিবসে সমাজে বিভিন্ন পেশা শ্রেনীর মানুষের সাথে ভালোবাসা বিনিময় করে। নিঃসন্দেহে এমন কাজগুলো সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তনে সহয়তা করে।

প্রতিনিধি/জেএ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়