শিরোনাম
◈ শাহবাগে বিক্ষোভ: আগামী ৭২ ঘণ্টায় পার্বত্য তিন জেলায় অবরোধের ঘোষণা  ◈ পাহাড়ি-বাঙালি সংঘর্ষ : রাঙ্গামাটিতে ১৪৪ ধারা জারি ◈ বাইতুল মোকাররমে দুই গ্রুপের সংঘর্ষ, আহত বেশ কয়েকজন, সতর্ক অবস্থানে সেনাবাহিনী ও পুলিশ (ভিডিও) ◈ আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা : পুলিশ হেডকোয়ার্টার্স ◈ দুই পক্ষের সংঘর্ষের পর আজ স্বাভাবিক দীঘিনালার পরিস্থিতি ◈ জাতিসংঘ অধিবেশনে যাদের সঙ্গে বৈঠক হতে পারে মুহাম্মদ ইউনূসের ◈ অস্বস্তিকর গরম: অবসান হবে কবে? জানাল আবহাওয়া অধিদপ্তর ◈ হাসান মাহমুদের ৫ উইকেট, ভারত থামলো ৩৭৬ রানে ◈ অস্ট্রেলিয়ার তা-বে উড়ে গেলো ইংল্যান্ড  ◈ নারী দলের লঙ্কান কোচকে ২০ বছরের নিষেধাজ্ঞা দিলো ক্রিকেট অস্ট্রেলিয়া

প্রকাশিত : ২১ মে, ২০২২, ১১:৫২ দুপুর
আপডেট : ২৩ জুলাই, ২০২২, ০৭:৫১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেটে কমতে শুরু করেছে বন্যার পানি

সিলেট বন্যা

ডেস্ক রিপোর্ট: টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে তলিয়ে যাওয়া সিলেট নগরীতে শেষ পর্যন্ত কমতে শুরু করেছে পানি। চার দিন পর গত ২৪ ঘণ্টায় নগরের বেশ কিছু এলাকায় পানি কমেছে। কোথাও এক ফুট কোথাও আবার দেড় ফুট পর্যন্ত পানি কমেছে। 

শুক্রবার (২০ মে) বিকেলে সরেজমিনে নগরের মাছিমপুর, কলাপাড়া, লামাপাড়া, লালদিঘিরপার, কালীঘাট, সোবহানীঘাট, যতরপুর, উপশহর এলাকা ঘুরে তার বাস্তব চিত্র দেখা যায়।

সিলেট নগরের ১০ নম্বর ওয়ার্ডের কলাপাড়ার বাসিন্দা আব্দুল জব্বার ঢাকা পোস্টকে বলেন, গতকাল রাত থেকেই আমার ঘরের পানি কমতে শুরু করেছে। এর আগের দুদিন ঘরে প্রায় দুই ফিট পানি ছিল। এখনো আমার ঘরে পানি আছে। তবে তা এক ফুটের চেয়ে কম।

উপশহর এলাকার বাসিন্দা ওবায়দুল্লাহ বিন এফ রহমান বলেন, গত তিন দিন আগে আমার ঘরে পানি ওঠে। এতে ঘরের আসবাবপত্রসহ অনেক মূল্যবান জিনিসপত্র নষ্ট হয়ে যায়। কিন্তু আজ দুপুরের পর থেকে আমার ঘরে আর পানি নেই।

বেসরকারি ব্যাংকের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ঢাকা পোস্টকে বলেন, গত ২৪ ঘণ্টায় আমার এলাকা উপশহরের অনেক জায়গা থেকে পানি কমতে শুরু করেছে। এভাবে পানি কমতে থাকলে আশা করি আগামী তিন-চার দিন পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। 

সিলেট জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসিফ আহমদ জানান, ইতোমধ্যে সিলেট নগরে বন্যার পানি কমতে শুরু করেছে। বিভিন্ন নদ-নদীর পানি বিপৎসীমার ওপরে থাকলেও গত দুদিন ধরে তা অনেকটা কমেছে।

আজ সুরমার পানি ছিল বিপৎসীমার ১৩ দশমিক ৬৯ সেন্টিমিটার উপরে, যা গতকাল ছিল ১৫ সেন্টিমিটারেরও বেশি। ভারতের মেঘালয়ে বৃষ্টিপাত কমায় পাহাড়ি ঢলের পরিমাণও কমে আসছে বলে জানান তিনি। সূত্র: ঢাকা পোস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়