শিরোনাম
◈ শাহবাগে বিক্ষোভ: আগামী ৭২ ঘণ্টায় পার্বত্য তিন জেলায় অবরোধের ঘোষণা  ◈ পাহাড়ি-বাঙালি সংঘর্ষ : রাঙ্গামাটিতে ১৪৪ ধারা জারি ◈ বাইতুল মোকাররমে দুই গ্রুপের সংঘর্ষ, সতর্ক অবস্থানে সেনাবাহিনী ও পুলিশ (ভিডিও) ◈ আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা : পুলিশ হেডকোয়ার্টার্স ◈ দুই পক্ষের সংঘর্ষের পর আজ স্বাভাবিক দীঘিনালার পরিস্থিতি ◈ জাতিসংঘ অধিবেশনে যাদের সঙ্গে বৈঠক হতে পারে মুহাম্মদ ইউনূসের ◈ অস্বস্তিকর গরম: অবসান হবে কবে? জানাল আবহাওয়া অধিদপ্তর ◈ হাসান মাহমুদের ৫ উইকেট, ভারত থামলো ৩৭৬ রানে ◈ অস্ট্রেলিয়ার তা-বে উড়ে গেলো ইংল্যান্ড  ◈ নারী দলের লঙ্কান কোচকে ২০ বছরের নিষেধাজ্ঞা দিলো ক্রিকেট অস্ট্রেলিয়া

প্রকাশিত : ২১ মে, ২০২২, ১১:৩৬ দুপুর
আপডেট : ২১ মে, ২০২২, ১১:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ময়মনসিংহে চলন্ত ভ্যানে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

বিদ্যুৎস্পৃষ্ট

 

আল আমীন: [২] ময়মনসিংহে চলন্ত ভ্যানগাড়িতে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে ঘটনাস্থলেই চালকসহ দু’জনের মৃত্যু হয়েছে। শনিবার (২১ মে) সকাল ৭টার দিকে মহানগরীর ৩২ নম্বর ওয়ার্ডের চায়নামোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

[৩] নিহত ৩৫ বছর বয়সী একজনের নাম মিন্টু মিয়া। তিনি নগরীর ঈশ্বরদিয়া এলাকার হারুন-অর-রশিদের ছেলে। তাৎক্ষণিক অন্য নিহতের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

[৪] স্থানীয়দের বরাত দিয়ে  ময়মনসিংহ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, ভ্যানগাড়ির চালক একজন যাত্রী নিয়ে চাইনামোড় এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় বিদ্যুতের তার ছিড়ে গাড়িটি উল্টে মিন্টু মিয়া তারে জড়িয়ে ছটফট করতে থাকেন। ভ্যানচালক মিন্টুকে বাঁচাতে গিয়ে তিনিও বিদ্যুতের তারে জড়িয়ে যান। এতে ঘটনাস্থলেই তারা মারা যান।

[৫] কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, সকালে চায়নামোড় এলাকা দিয়ে ভ্যানের চালক একজন যাত্রী নিয়ে যাচ্ছিলেন। এ সময় বিদ্যুতের তার ছিঁড়ে ভ্যানে পড়লে চালক মিন্টু মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছটফট করতে থাকেন। তখন তাকে বাঁচাতে গিয়ে ভ্যানের যাত্রীও বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

[৬] ওসি বলেন, পুলিশ দুজনের মরদেহ উদ্ধার করেছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে নিহত ব্যক্তিদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হবে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়