শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২২, ১০:২৮ দুপুর
আপডেট : ২৮ এপ্রিল, ২০২২, ১০:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীতে র‌্যাব পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ৩

মঈন উদ্দিন: [২] রাজশাহী মহানগরীতে তিন ভূয়া র‌্যাব সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভূয়া পরিচয় দিয়ে চাঁদাবাজির সময় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

[৩] মঙ্গলবার রাতে রাজশাহীর পবা থানা পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। বুধবার (২৮ এপ্রিল) রাজশাহী নগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

[৪] গ্রেপ্তার তিনজন হলেন: পবার চৌবাড়িয়া দক্ষিণপাড়ার নয়ন ইসলাম (২৯) ও জাহিদ (২০) এবং নেত্রকোনার বারহাট্টা থানার মল্লিকপুর উত্তরপাড়ার মানিক (৩৫)।

[৫] সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানিয়েছে, আকবর আলী নামের এক ব্যক্তিকে মঙ্গলবার সন্ধ্যার দিকে পবার চৌবাড়িয়া জসইতলা বিলে ধরেন র‌্যাব পরিচয় দেয়া এ তিনজন। এরপর তার কাছে থাকা একটি মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। এ ছাড়া আরও ১৫ হাজার টাকা চাঁদা দাবি করা হয়।

 [৬] টাকা না দিলে মাদক মামলা দিয়ে চালান দেওয়া হবে বলেও হুমকি ও ভয়ভীতি দেওয়া হয়। টাকা দিতে না পারায় আকবর আলীকে তারা সেখানে ২-৩ ঘন্টা আটকে রেখে মারপিট করেন। একপর্যায়ে আকবর আলীর চিৎকারে পবা থানার টহল পুলিশ সেখানে গিয়ে নয়ন ও জাহিদকে আটক করে। এ সময় আসামি আরও দুজন পালিয়ে যায়।

 
[৭] পুলিশ আরও জানায়, দুজনকে আটকের পর রাতে মানিককেও আটক করা হয়। এ নিয়ে চারজনের বিরুদ্ধে পবা থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার তিনজনকে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক অন্য আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানিয়েছে পুলিশ। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়