শিরোনাম

প্রকাশিত : ২০ মে, ২০২২, ০৮:১৪ রাত
আপডেট : ২০ মে, ২০২২, ০৮:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে বাবা নিহত, ছেলে নিখোঁজ

বজ্রপাতে বাবা নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : [২] চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে বদিউর (৪২) নামে একজনের মরদেহ উদ্ধার কর্মীরা। এ ঘটনায় বদিউরের ছেলে আওয়াল (২২) নিখোঁজ রয়েছেন। 

[৩] বজ্রপাতে নিহত বদিউর জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের মিন্টুর ছেলে।

[৪] শুক্রবার দুপুর দেড়টার দিকে পদ্মা নদীর ধুলাউড়ি ঘাট থেকে বদিউরের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে ছেলে আওয়ালের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি।

[৫] দুলর্ভপুর ইউপি চেয়ারম্যান আবদুর রাজিব রাজু ও শিবগঞ্জ ফায়ার সার্ভিসের ষ্টেশন মাষ্টার রজব আলী শেখ বলেন, বৃহস্পতিবার বিকেলে মাছ ধরতে পদ্মা নদিতে গিয়েছিলেন বদিউর ও তার ছেলে। হঠাৎ রাতে বজ্রপাত হয়। তখন থেকেই তারা নিখোঁজ। সকাল থেকে নদিতে অভিযান চালিয়ে বদিউরের মরদেহ উদ্ধার করা হলেও তার ছেলে আওয়ারের মরদেহ উদ্ধার করা যায়নি।  

[৬] এদিকে খবর পেয়ে শুক্রবার বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে নিহতের পরিবারের সদস্যদের নগদ ৪০ হাজার টাকা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত।  সম্পাদনা : জেরিন 

  • সর্বশেষ
  • জনপ্রিয়