শিরোনাম
◈ হাজী সেলিমের ছেলে সাবেক এমপি সোলাইমান আটক ◈ আপনি কথা বলছিলেন, তাই আমি চুপ ছিলাম : জেনেভা মিশনের শ্রম কাউন্সেলরকে ‘স্ট্যান্ড রিলিজ ◈ ‘ইজতেমার নিয়ন্ত্রণ’ নাকি ‘সাদ কান্দালভি’- তাবলীগ সংকটের কারণ আসলে কী ◈  আমরা কিংস পার্টি নই, আমরা কিংস মেকার:  হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ভোলা-২ আসনের সাবেক এমপি মুকুল গ্রেপ্তার ◈ অনলাইনে আয়কর পরিশোধে ফি বেঁধে দিল কেন্দ্রীয় ব্যাংক ◈ প্রায় অর্ধেক মানুষই জানে না তার ডায়াবেটিস ◈ তেজগাঁও থেকে বিলাসবহুল গাড়ি জব্দ করলো কাস্টমস ◈ আশা করি নতুন উপদেষ্টাদের কাজ দেখে বিচার করবেন বাংলাদেশের জনগণ : মাহফুজ আলম ◈ উদ্বোধনের অপেক্ষায় ৫২ জেলায় পানির গুণগতমান পরীক্ষাগার, মিলবে বিশুদ্ধ পানি

প্রকাশিত : ২০ মে, ২০২২, ০৭:১৩ বিকাল
আপডেট : ২০ মে, ২০২২, ০৭:৪৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

 মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের সংবাদ সম্মেলন

মো. বশির উদ্দিন : [২] বেসরকারী শিক্ষকদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান ও মাদরাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করনের লক্ষ্যে আসন্ন বাজেটে শিক্ষাখাতে মোট বাজেটের ২০ শতাংশ বরাদ্দের দাবীতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন (বিএমজিটিএ)। 

[৩] শুক্রবার বেলা ১১ টায় জাতীয় প্রেস ক্লাবের তৃতীয় তলায় মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ অডিটরিয়ামে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. হারুন অর রশীদের সভাপতিত্বে এবং মহাসচিব শান্ত ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী কল্যান ট্রাষ্টের সচিব ও স্বাধীনতা  শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক অধ্যক্ষ মো: শাহজাহান আলম শাজু। এ সময় আরও বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম, সুলতান আহমেদ, মেহেদী হাসান সরকার, ফিরোজ আলম, কে,এম শামীম, এলিন তালুকদার প্রমূখ। 

[৪] সম্মলেনে বক্তারা প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও উপমন্ত্রীর নিকট মোট ৭টি দাবি উল্লেখ করে বক্তব্য রাখেন। 

[৫] দাবিগুলো হলো,  বেসরকারী শিক্ষকদের পূর্নাঙ্গ উৎসব ভাতা প্রদান, আলিম ফাজিল ও কামিল মাদরাসার প্রভাষকদের ৮ বছর পূর্তিতে ৫০ শতাংশ হিসেবে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি প্রদান ও ১৬ বছর পূর্ণ হলে সকল প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি প্রদান, বেসরকারী শিক্ষকদের বদলী প্রথা চালু, স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা এমপিও ভুক্তকরন ও নন এমপিও ভুক্ত  শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত করন, মাদরাস প্রশাসনিক পদে জেনারেল শিক্ষকদের নিয়োগ প্রদান ও মাদরাসা সহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয় করন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়