শিরোনাম
◈ গণঅভ্যুত্থানই অন্তবর্তী সরকারের বৈধতা: আসিফ মাহমুদ ◈ কপ-২৯ সম্মেলনে অংশগ্রহণ করতে আগামীকাল আজারবাইজান সফরে যাচ্ছেন ড. ইউনূস ◈ উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন আরও ৫ জন, শপথ সন্ধ্যায় ◈ রাজধানীর উত্তরার বাউনিয়ায় ছেলের ছুরিকাঘাতে মা নিহত ◈ ভুয়া মুক্তিযোদ্ধাদের শনাক্ত ও সনদ বাতিলে হচ্ছে কমিটি ◈ সারজিস-হাসনাতের পোস্ট: দেখা না দিলে বন্ধু কথা কইয়ো না (ভিডিও) ◈ গ্রামীণ ব্যাংকের সবাইকে স্যার ডাকতে হবে বলা সেই ম্যানেজারের বিরুদ্ধে তদন্ত শুরু ◈ ‘আপার এতিম সন্তানদের পুলিশের হাতে তুলে দিন’ ◈ ‘যদি বাপের বাচ্চা হয়ে থাকি, সরাইল-আশুগঞ্জ থেকেই নির্বাচন করব’, বললেন রুমিন ফারহানা ◈ যৌনপল্লি চালানোর অভিযোগে ভারতের তেলেঙ্গানায় বাংলাদেশি গ্রেপ্তার

প্রকাশিত : ২০ মে, ২০২২, ০৬:৪৭ বিকাল
আপডেট : ২০ মে, ২০২২, ০৬:৪৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদমদীঘিতে ১ মাসে চোর চক্রের আট সদস্য গ্রেপ্তার

এএফএম মমতাজুর রহমান : [২] বগুড়ার আদমদীঘিতে সান্তাহার রেলওয়ে থানাধীন এলাকায় পৃথক অভিযানে চোর চক্রের সক্রিয় আট সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২০ মে) সকালে সান্তাহার রেলওয়ে থানাধীন বগুড়া রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে একজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়।

[৩] এর আগে গেল বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে বগুড়া স্টেশন প্লাটফর্ম এলাকায় বিশেষ অভিযানে আরও এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।

[৪] গ্রেফতারকৃতরা হলেন, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার বামন হাজার এলাকার মতিয়ার রহমানের ছেলে রাসেল (২৫) এবং বগুড়া জেলার গাবতলী থানার তেলিহাটা গ্রামের জয়নাল মণ্ডলের ছেলে শুভ ইসলাম নয়ন (২৫)।

[৫] এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার ওসি সাকিউল আযম বলেন, গত ১৯ মে দুপুর ৩টার দিকে সান্তাহার থেকে দিনাজপুরগামী দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের যাত্রীর হাতে থাকা একটি মোবাইল ফোন চুরি করে পালানোর সময় বগুড়া স্টেশন থেকে শুভ ইসলামকে গ্রেফতার করা হয়। এরপর গোপন সংবাদের ভিত্তিতে পৃথক একটি অভিযানে চোর চক্রের সক্রিয় আরেক সদস্য রাসেলকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরিসহ একাধিক মামলা রয়েছে।

[৬] তিনি আরও বলেন, গত মে মাসে সান্তাহার রেলওয়ে থানাধীন এলাকায় অভিযান চালিয়ে চোর চক্রের সক্রিয় আট সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়