এএফএম মমতাজুর রহমান : [২] বগুড়ার আদমদীঘিতে সান্তাহার রেলওয়ে থানাধীন এলাকায় পৃথক অভিযানে চোর চক্রের সক্রিয় আট সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২০ মে) সকালে সান্তাহার রেলওয়ে থানাধীন বগুড়া রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে একজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়।
[৩] এর আগে গেল বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে বগুড়া স্টেশন প্লাটফর্ম এলাকায় বিশেষ অভিযানে আরও এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।
[৪] গ্রেফতারকৃতরা হলেন, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার বামন হাজার এলাকার মতিয়ার রহমানের ছেলে রাসেল (২৫) এবং বগুড়া জেলার গাবতলী থানার তেলিহাটা গ্রামের জয়নাল মণ্ডলের ছেলে শুভ ইসলাম নয়ন (২৫)।
[৫] এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার ওসি সাকিউল আযম বলেন, গত ১৯ মে দুপুর ৩টার দিকে সান্তাহার থেকে দিনাজপুরগামী দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের যাত্রীর হাতে থাকা একটি মোবাইল ফোন চুরি করে পালানোর সময় বগুড়া স্টেশন থেকে শুভ ইসলামকে গ্রেফতার করা হয়। এরপর গোপন সংবাদের ভিত্তিতে পৃথক একটি অভিযানে চোর চক্রের সক্রিয় আরেক সদস্য রাসেলকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরিসহ একাধিক মামলা রয়েছে।
[৬] তিনি আরও বলেন, গত মে মাসে সান্তাহার রেলওয়ে থানাধীন এলাকায় অভিযান চালিয়ে চোর চক্রের সক্রিয় আট সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
আপনার মতামত লিখুন :