শিরোনাম

প্রকাশিত : ২০ মে, ২০২২, ০৬:০৮ বিকাল
আপডেট : ২০ মে, ২০২২, ০৮:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে ৫৬ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান

সুজন কৈরী: [২] বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার লাবিব উসামা আহমাদুল্লাহ্ বলেন, ইয়াবা পাচারের তথ্যে টেকনাফের সাবরাং কাটাবুনিয়া সাগর সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালায় টেকনাফ স্টেশন। 

[৩] ওই সময় মিয়ানমারের জলসীমা থেকে একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকা বাংলাদেশের জলসীমায় আসতে দেখা যায়। নৌকাটির গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় কোস্ট গার্ড সদস্যরা টর্চ লাইট ও বাঁশি বাজিয়ে থামার সংকেত দেয়। কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে নৌকাটি দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কোস্ট গার্ড সদস্যরা ধাওয়া করে নৌকাটি আটক করে। 

[৪] নৌকাটি তল্লাশী করে ৫৬ হাজার ইয়াবাসহ ৫জন ইয়াবা পাচারকারীকে আটক করা হয়। আটককৃতরা হলেন- ইলিয়াস, রবি আলম, জালাল আহমেদ, ওমর সিদ্দিক এবং আলম।

[৫] জব্দ নোৗকাসহ ইয়াবা এবং আটকদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়