শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২২, ০৮:২৯ সকাল
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২২, ০৭:২৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাদারীপুরের রাজৈরে দুই গ্রামের সংঘর্ষে আহত ২০

আকাশ আহম্মেদ, রাজৈর: [২] বুধবার (২৭ এপ্রিল) রাত ৯ টার সময় উপজেলার টেকেরহাট বন্দরের ঘোষালকান্দি ও পূর্ব স্বরমঙ্গল গ্রামের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়। পরে রাজৈর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

[৩] স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক মাস আগে বেপরোয়াভাবে মোটরসাইকেল চালানো নিয়ে পার্শ্ববর্তী গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান নজরুল ইসলামের (নজু মেম্বার) ছোট ছেলেকে মারধর করে রাঘদি ইউনিয়নের ওয়ার্ড মেম্বার সাদ্দামের ভাই ও তার লোকজন। এরই জের ধরে মঙ্গলবার (২৬ এপ্রিল) সাদ্দামের ভাই টেকেরহাট আসলে পূর্ব স্বরমঙ্গলের কয়েকজন কিশোর তাকে মারধর করে। এ নিয়ে ঘোষালকান্দির লোকজনের সঙ্গে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টা এ সংঘর্ষ চলে। এতে উভয়পক্ষের ২০ জন আহত হয়েছে। এসময় টেকেরহাট বন্দরের পোশাকের দোকানসহ সকল ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

[৪] পুলিশ পরিদর্শক (তদন্ত) সঞ্চয় কুমার ঘোষ জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়