শিরোনাম
◈ দিল্লিতে এক কেজির ইলিশ বিক্রি হচ্ছে ৩ হাজার রুপিতে ! ◈ খাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মিছিলে হামলা-সংঘর্ষ, গুলি (ভিডিও) ◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া

প্রকাশিত : ২০ মে, ২০২২, ০৩:১৫ দুপুর
আপডেট : ২০ মে, ২০২২, ০৩:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউরোপ যাচ্ছে হিমসাগর

ইউরোপ যাচ্ছে হিমসাগর

ডেস্ক রিপোর্ট: দেশের সীমানা পেরিয়ে এ বছরও ইউরোপে যাচ্ছে সাতক্ষীরার হিমসাগর আম। বৃহস্পতিবার (১৯ মে) কলারোয়া উপজেলার কেরেলকাতা ইউনিয়নের ইলিশপুর গ্রামের কৃষক কবিরুল ইসলাম ডাবলুর বাগান থেকে ২ টন আম জিআই ইন্টারন্যাশনাল কোম্পানির মাধ্যমে ইউরোপে রপ্তানি শুরু হয়।

২০১৫ সালে সাতক্ষীরাকে ম্যাংগো ক্যাপিটাল হিসাবে ঘোষণা দিয়ে শুরু হওয়া এই আম রফতানি এখনও অব্যাহত রয়েছে। রফতানি তালিকায় এর সঙ্গে যুক্ত হয়েছে হংকংসহ আরও কয়েকটি দেশ।

সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মাদ হুমায়ন কবির বেলা ১১টার দিকে এই আম রপ্তানির কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন: সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ীর উপ-পরিচালক কৃষিবিদ মো. নুরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলামসহ উপজেলা প্রশাসনের অনান্য কর্মকর্তাবৃন্দ।

কৃষক ডাবলু জানান, প্রতি বছর তিনি ইউরোপের বিভিন্ন বাজারে নিরাপদ আম রপ্তানি করেন। এ বছর তিনি ২ হেক্টর জমিতে হিমসাগর, গোবিন্দভোগ, গোপালভোগ ও ল্যাংড়া আমের আবাদ করেছেন। মৌসুমের শুরুতেই বৈরী আবহাওয়া ঝড় ও বৃষ্টির কারণে আমের মুকুল ঝরে যায়। যার ফলে আম উৎপাদনে ব্যাপক ক্ষতি হয়েছে। তবে বাজারে দাম ভালো পাওয়ায় খুশি তিনি। জি আই ইন্টারন্যাশনাল লিমিটেড কোম্পানি প্রথম দফায় তার বাগান থেকে ৩৭০০ টাকা মণ দরে ২ টন হিমসাগর আম ইউরোপে রপ্তানির জন্য ক্রয় করেছে। 

তিনি জানান, তার বাগান থেকে পর্যায়ক্রমে গোবিন্দভোগ ও ল্যাংড়া আম জার্মান, ফ্রান্স, ইতালিসহ ইংল্যান্ডের বিভিন্ন বাজারে বাজারজাত হওয়ার কথা রয়েছে।

সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ীর উপ-পরিচালক কৃষিবিদ নুরুল ইসলাম জানান, এ বছর জেলায় ৪ হাজার ১১৫ হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে।  প্রথমবারের মতো সাতক্ষীরা থেকে হিমসাগর আম ইউরোপে রপ্তানি শুরু হয়েছে। পর্যায়ক্রমে গোবিন্দভোগ, আম্রপালি মিলে মোট ১শ’ মেট্রিক টন আম ইউরোপের বিভিন্ন বাজারে রপ্তানি হবে। সূত্র: বাংলাদেশ প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়