শিরোনাম
◈ হাসান মাহমুদের ৫ উইকেট, ভারত থামলো ৩৭৬ রানে ◈ অস্ট্রেলিয়ার তা-বে উড়ে গেলো ইংল্যান্ড  ◈ নারী দলের লঙ্কান কোচকে ২০ বছরের নিষেধাজ্ঞা দিলো ক্রিকেট অস্ট্রেলিয়া ◈ দিল্লিতে এক কেজির ইলিশ বিক্রি হচ্ছে ৩ হাজার রুপিতে ! ◈ অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেফতার (ভিডিও) ◈ খাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মিছিলে হামলা-সংঘর্ষ, গুলি (ভিডিও) ◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও

প্রকাশিত : ২০ মে, ২০২২, ১২:৩১ দুপুর
আপডেট : ২৯ আগস্ট, ২০২২, ০৩:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পানির নিচে দৌলতদিয়া ফে‌রিঘাট, যানজটে ৭ শতা‌ধিক যানবাহন

দৌলতদিয়া ফে‌রিঘাট

সোহেল মিয়া: [২] বর্ষা আসার আগেই হঠাৎ পদ্মা ও যমুনা নদীর পানি বৃদ্ধির কারণে রাজবাড়ীর দৌলত‌দিয়া প্রা‌ন্তের ব্যস্ততম ৫নং ফেরিঘাট পা‌নিতে তলিয়ে ঘাটের সংযোগ সড়কসহ পন্টুনের এক-তৃতীয়াংশ রয়েছে পানির নিচে। দুর্ঘটনা এড়াতে যানবাহন পারাপার বন্ধ রেখেছে ঘাট কর্তৃপক্ষ। ফ‌লে দৌলতদিয়া প্রা‌ন্তে তীব্র ঘাট সংকট শুরু হ‌য়ে‌ছে। বর্তমা‌নে দৌলত‌দিয়া প্রা‌ন্তের ৭‌টি ঘা‌টের ম‌ধ্যে ৩‌টি ঘাট সচল র‌য়ে‌ছে। ঘাট সংক‌টের কার‌ণে দৌলত‌দিয়া প্রা‌ন্তে তীব্র ভোগা‌ন্তি সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে।

[৩] শুক্রবার (২০ মে) সকালে দৌলতদিয়া ফে‌রিঘা‌টে দেখা যায়, দৌলত‌দিয়া প্রা‌ন্তের ৫নং ফে‌রিঘাট পা‌নি‌তে ত‌লি‌য়ে র‌য়ে‌ছে। অ‌নেক যাত্রী ঘা‌টে এ‌সে ফি‌রে যা‌চ্ছেন। জি‌রো প‌য়েন্ট থে‌কে ঢাকা-খুলনা মহাসড়‌কে ফে‌রিপা‌রের অ‌পেক্ষায় র‌য়ে‌ছে ৭ শতা‌ধিক যানবাহন। যানবাহনগু‌লোর ম‌ধ্যে শত শত যাত্রীবাহী বাস র‌য়ে‌ছে। মধ্যরাতে ফে‌রিঘা‌টে আসা বাসগু‌লো এখন পর্যন্ত ফে‌রি‌তে উঠতে পা‌রে‌নি। দীর্ঘ সময় ফে‌রিপা‌রের অ‌পেক্ষায় থে‌কে চরম ভোগা‌ন্তি পোহা‌তে হ‌চ্ছে যাত্রীদের। যানজটে আটকা ট্রাক ও কাভার্ড ভ্যানগু‌লোর ভুগছে দু’দিন ধরে।

[৪] যাত্রী ও চাল‌কেরা ক্ষোভ প্রকাশ ক‌রে ব‌লেন, শোনা যায় দৌলত‌দিয়া প্রা‌ন্তে ৭টি ঘাট। এখন তো দুটি ঘাট সচল র‌য়ে‌ছে। মানুষ এস‌ব ভোগা‌ন্তির জবাব সু‌যোগ পে‌লে দে‌বে। ঘণ্টার পর ঘণ্টা বৃ‌ষ্টির ম‌ধ্যে বা‌সের ম‌ধ্যে খাওয়া নাই, কখন ঢাকায় পৌঁছা‌তে পার‌বো তারও ঠিক নেই। 

[৫] বিআইডব্লিউ‌টি‌সির দৌলত‌দিয়া ফে‌রিঘা‌টের ব্যবস্থাপক মো. শিহাব উদ্দীন ব‌লেন, বর্তমা‌নে এ রু‌টে যাত্রী ও যানবাহন পারাপা‌রে ১৯‌ ফে‌রি চলাচল কর‌ছে। ঘাট সংক‌টের কার‌ণে আমা‌দের ফে‌রি চলাচল বিঘ্ন হ‌চ্ছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়