শিরোনাম
◈ বাইতুল মোকাররমে দুই গ্রুপের সংঘর্ষ, সতর্ক অবস্থানে সেনাবাহিনী ও পুলিশ (ভিডিও) ◈ আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা : পুলিশ হেডকোয়ার্টার্স ◈ দুই পক্ষের সংঘর্ষের পর আজ স্বাভাবিক দীঘিনালার পরিস্থিতি ◈ জাতিসংঘ অধিবেশনে যাদের সঙ্গে বৈঠক হতে পারে মুহাম্মদ ইউনূসের ◈ অস্বস্তিকর গরম: অবসান হবে কবে? জানাল আবহাওয়া অধিদপ্তর ◈ হাসান মাহমুদের ৫ উইকেট, ভারত থামলো ৩৭৬ রানে ◈ অস্ট্রেলিয়ার তা-বে উড়ে গেলো ইংল্যান্ড  ◈ নারী দলের লঙ্কান কোচকে ২০ বছরের নিষেধাজ্ঞা দিলো ক্রিকেট অস্ট্রেলিয়া ◈ দিল্লিতে এক কেজির ইলিশ বিক্রি হচ্ছে ৩ হাজার রুপিতে ! ◈ অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেফতার (ভিডিও)

প্রকাশিত : ২০ মে, ২০২২, ১১:৫৫ দুপুর
আপডেট : ২০ মে, ২০২২, ১২:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীতে ইউপি নির্বাচন, ১১ প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল

ইউপি নির্বাচন

কল্যাণ বড়ুয়া, বাঁশখালী: [২] চট্টগ্রামের বাঁশখালীর ১৪টি ইউনিয়নের নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়ন পত্র দাখিল কারিদের বৃহস্পতিবার (১৯ মে) বাছাই অনুষ্ঠিত হয়। এসময় চেয়ারম্যান পদে ৪, সংরক্ষিত সদস্য পদে ১ ও সাধারণ সদস্য পদে ৬ জন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হয়। 

[৩]  মনোনয়ন পত্র বাতিল এর পরিপ্রেক্ষিতে আগামী ১৫ জুন অনুষ্ঠিতব্য নির্বাচনে চেয়ারম্যান পদে ৮৫, সংরক্ষিত সদস্য পদে ১৬৫ ও সাধারণ সদস্য পদে ৬২১ জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ হিসাবে নির্বাচনে অংশ নেবে। আবার অনেক হওয়া প্রার্থীয় প্রয়োজনীয় কাগজপত্র এবং আদালতের দ্বারস্থ হয়ে প্রার্থীতা ফিরে পেতে আইনী সহায়তা নেবে বলে জানা গেছে।

[৪] বাঁশখালীতে ইউপি নির্বাচনে দায়িত্বরত রাউজান উপজেলা নির্বাচন কর্মকর্তা অরুন উদয় ত্রিপুরা জানান, চেয়ারম্যান পদে পুকুরিয়া জয়নাল আবেদীন (টেনবি), কালীপুরে চেয়ারম্যান প্রার্থী কায়সার হামিদ (টেনবি), গন্ডামারার সাবেক চেয়ারম্যান মো: আরিফ উল্লাহ (টেনবি) এবং বাহারছড়ার চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদীন (টেনবি) জমা না দেওয়ায় মনোনয়ন পত্র বাতিল হয়। 

[৫] সংরক্ষিত সদস্য পদে কাথরিয়ার ২নং ওয়ার্ডের শাহেদা আক্তারের প্রস্তাব ও সমর্থক একই, স্বাক্ষর মিল না থাকা, সাধারণ সদস্য পদে বাহারছড়া ৫নং ওয়ার্ডের আবু সালেক চৌধুরী প্রে অর্ডার অমিল, কালীপুরের ৩নং ওয়ার্ডের মো. রিদুয়ানুল হক বয়স কম, শেখেরখীল ৯নং ওয়ার্ডের মিজান আলী রেজবী বয়স কম, পুইছড়ি ৬নং ওয়ার্ডের মো. ইউনুছ বয়স কম, ছনুয়া ৫নং ওয়ার্ডের সোহেল রানা বয়স কম ও চাম্বলের ১নং ওয়ার্ডের নাজিম উদ্দিন বয়স কম হওয়ার কারণে মনোনয়ন বাতিল হয়েছে। সরল ইউনিয়নের ৮নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে একমাত্র প্রার্থী হওয়ায় রশিদ আহমদ বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছে। সে বর্তমানে ও ইউপি সদস্য হিসাবে দায়িত্ব পালন করছে।  সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়