শিরোনাম

প্রকাশিত : ২০ মে, ২০২২, ১০:৩৮ দুপুর
আপডেট : ২০ মে, ২০২২, ১০:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে ৫ কোটি টাকার আইস’সহ রোহিঙ্গা আটক

রোহিঙ্গা

ফরহাদ আমিন, টেকনাফ: [২] কক্সবাজারের টেকনাফের দমদমিয়া এলাকা থেকে ১ কেজি ৬০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস’সহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

[৩] বৃহস্পতিবার (১৯ মে) ভোরে হ্নীলা ইউপি ঐ এলাকা থেকে তাকে আটক করা হয়।

[৪] আটক শহিদুল ইসলাম (২২) হ্নীলা ইউপি জাদিমুড়া ২৭ নম্বর ক্যাম্পের বি ব্লকের মোঃ ইব্রাহীমের ছেলে।

[৫] টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, আইয়ুবের জোড়া বিএসপি খাল এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশে পাচার হবে। এমন তথ্যে টেকনাফ সদর এবং দমদমিয়া বিওপি দুটি টহলদল কয়েকটি উপদলে বিভক্ত হয়ে ওই এলাকায় অবস্থান নেয়। কিছুক্ষণ পর এক ব্যক্তিকে মাছ ধরার জাল নিয়ে খালের ভেতর দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে বিজিবি টহলদল তাকে চ্যালেঞ্জ করে ও তাকে আটক করতে সক্ষম হয়। পরে তল্লাশি চালিয়ে ৫ কোটি ৩০ লাখ টাকা মূল্যের ১ কেজি ৬০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়।

[৫] তিনি আরো জানান, উদ্ধারকৃত ক্রিস্টাল মেথ আইসসহ আটক রোহিঙ্গার বিরুদ্ধে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়