শিরোনাম
◈ হাসান মাহমুদের ৫ উইকেট, ভারত থামলো ৩৭৬ রানে ◈ অস্ট্রেলিয়ার তা-বে উড়ে গেলো ইংল্যান্ড  ◈ নারী দলের লঙ্কান কোচকে ২০ বছরের নিষেধাজ্ঞা দিলো ক্রিকেট অস্ট্রেলিয়া ◈ দিল্লিতে এক কেজির ইলিশ বিক্রি হচ্ছে ৩ হাজার রুপিতে ! ◈ অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেফতার (ভিডিও) ◈ খাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মিছিলে হামলা-সংঘর্ষ, গুলি (ভিডিও) ◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও

প্রকাশিত : ২০ মে, ২০২২, ১০:১৩ দুপুর
আপডেট : ২৭ আগস্ট, ২০২২, ০৩:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসলামপুরে ৬ জনের মনোনয়ন অবৈধ ঘোষণা

ইসলামপুরে ইউপি নির্বাচন

খাদেমুল বাবুল: [২] জামালপুরের ইসলামপুরে ৬ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ সংরক্ষিত ১ ও সাধারণ সদস্য পদে ১ জনের মনোনয়ন প্রাথমিকভাবে অবৈধ ঘোষণা করেছেন দায়িত্বপ্রাপ্ত রিটানিং অফিসারা। 

[৩] বৃহস্পতিবার (১৯ মে) বৃহস্পতিবার মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের দিন শেষে এ ঘোষণা দেওয়া হয়। 

[৪] মনোনয়নপত্র দাখিলের শেষ দিন চেয়ারম্যান পদে ৩৪, সংরক্ষিত ৮৩, সাধারণ সদস্য পদে ২২১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছিলেন। চেয়ারম্যান পদে যে সব প্রার্থীর মনোনয়নপত্র প্রাথমিকভাবে অবৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন: চিনাডুলী  ইউনিয়নের আব্দুস ছালাম (নৌকা), সাপধরী ইউনিয়নের জয়নাল আবেদীন বিএসসি (স্বতন্ত্র), পার্থশী ইউনিয়নের এরশাদ হোসেন (স্বতন্ত্র), বেলগাছা ইউনিয়নের শামসুল আলম ঘেরু (স্বতন্ত্র)। 

[৫]  ইসলামপুর উপজেলা নির্বাচন অফিসার মোঃ মোক্তার হোসেন জানান, প্রাথমিকভাবে মনোনয়নপত্র  অবৈধ ঘোষিত হওয়া প্রার্থীদের আগামী ৩দিনের মধ্যে জেলা নির্বাচন অফিসার ও আপিল গ্রহণকারী কর্তৃপক্ষ ইসলামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২২ এর বরাবর আপিল করার সুযোগ রয়েছে। মনোনয়নপত্র বাতিল হওয়া সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্যরাও আপিল করতে পারবেন।

[৯] উপজেলার ৬ ইউনিয়নের মধ্যে চিনাডুলী ও পার্থশী ইউনিয়নে রিটার্নিং কর্মকর্তা মেলান্দহ উপজেলা নির্বাচন অফিসার জামান হোসেন চৌধুরী, কুলকান্দী ও বেলগাছা মোঃ মোক্তার হোসেন উপজেলা নির্বাচন অফিসার ইসলামপুর, মেলান্দহ উপজেলা নির্বাচন অফিসার আনোয়ার মাহমুদ সাপধরী ও নোয়ারপাড়া ইউনিয়ন পরিষদের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন।

[১০] আগামী ১৫ জুন ইলেকট্রনিক্স ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে জেলার ইসলামপুরের ৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্য নির্বাচনী তফসিল অনুযায়ী ২৬ মে প্রত্যাহার এবং ২৭ মে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়