শিরোনাম
◈ ঢাকায় ‘র’ এর স্টেশন চীফ কে, জানালেন সাংবাদিক জুলকারনাইন ◈ আয়তন বাড়ছে বাংলাদেশের: গত ৩৬ বছরে শুধু সন্দ্বীপের আশপাশে ভূমি বেড়েছে ৪৭৫ বর্গকিলোমিটার ◈ আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ◈ আশুগঞ্জের ‍তরুণ রাশিয়ার হয়ে যুদ্ধে, খবর এলো মৃত্যুর ◈ ৬ মাসের শিশু রিকশা উল্টে নালায় পড়ে নিখোঁজ ◈ অনার্স পড়ুয়া ভাগ্নের প্রেমে পালালেন মামি, সন্তান ও স্বর্ণালঙ্কারসহ উধাও ◈ যুক্তরাষ্ট্রে শত শত শিক্ষার্থীর ভিসা বাতিল, এআই নিরীক্ষায় ভারতীয় ও বাংলাদেশিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ◈ শনিবার থেকে গুলশানে বন্ধ হচ্ছে ব্যাটারি চালিত রিকশা চলাচল ◈ আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করতে হবে: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ◈ কক্সবাজার-মহেশখালী নৌ রুটে সী ট্রাক চালু: পর্যটনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২৩, ১২:০১ রাত
আপডেট : ২১ জানুয়ারী, ২০২৩, ০৩:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাতক্ষীরায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অন্তঃসত্ত্বা কিশোরী

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা তালায় বিয়ের দাবিতে প্রেমিক রাসেল বাদশার (২২) বাড়িতে অনশনে বসেছেন অন্তঃসত্ত্বা এক কিশোরী (১৬)।

শুক্রবার (২০ জানুয়ারি) বিকেলে উপজেলার মাগুরডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় রাসেল বাদশার বাড়িতে ভিড় জমায় এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে উপজেলার মাগুরডাঙ্গা গ্রামের ইউপি সদস্য মইনুল ইসলামের ছেলে রাসেল বাদশার বাড়িতে এক কিশোরী বিয়ের দাবিতে অনশন শুরু করেন। এ সময় প্রেমিক রাসেল বাদশা অভিভাবকেরা বিয়ের আশ্বাস দিয়ে ওই কিশোরীকে তার বাড়িতে ফেরত পাঠানো চেষ্টা করে ব্যর্থ হন।

ভুক্তভোগী কিশোরী বলেন, প্রায় এক বছর আগে রাসেল বাদশা সঙ্গে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বর্তমানে আমি অন্তঃসত্ত্বা, আমার গর্ভে দুই মাসের সন্তান রয়েছে। আমাকে বিয়ে করবে বলে আশ্বাস দিয়েও বিয়ে করছে না। আমার দাবি, বিয়ের বিষয়টির সুরাহা করতে হবে। তা না করা পর্যন্ত আমি এখান থেকে যাব না।

প্রেমিক রাসেল বাদশার বাবা ও ইউপি সদস্য মইনুল ইসলাম বলেন, আমার ছেলে যদি দোষী হয়, তাহলে তাদের বিয়ে ব্যবস্থা করব।

এদিকে তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী রেজাউল করিম বলেন, বিষয়টি আমার জানা নেই, তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়