আল আমীন: [২] ভূমি অফিসে না এসে ডিজিটাল ভূমি সেবা গ্রহণ-প্রতিপাদ্যে সদর উপজেলা ভূমি অফিসে সেবা বুথ স্থাপন করা হয়েছে।
[৩] সদর উপজেলার সহকারী (কমিশনার) ভূমি এইচ. এম ইবনে মিজান জানান, বৃহস্পতিবার থেকে শুরু এ সপ্তাহ ২৩ মে পর্যন্ত পালন করা হবে।
[৪] বুথের মাধ্যমে লিফলেট বিতরণ, ই-নামজারির আবেদন গ্রহণ, ডিসি আর প্রদান, অনলাইন রেজিস্ট্রেশন, মিস কেস সক্রান্ত, খারিজা পর্চা,নাম অংশ, পরিমাণ, ভুল সংশোধন বিষয়, ভূমিহীন ও গৃহহীনদের জমি ও ঘর প্রদান সংক্রান্ত সেবা এবং ভূমি সংক্রান্ত যেকোনো সমস্যার শুনানি ও বিধি মোতাবেক তাৎক্ষণিক সেবা প্রদান করা হচ্ছে।
[৫] অফিস রুম ছেড়ে মাঠে বসানো হচ্ছে ডেক্স যেকোনো মানুষ এসেই জানতে পারছেন তার সমস্যার সমাধান, পেয়ে যাচ্ছে ডিজিটাল সেবা, এমন সেবা পেয়ে খুশি সাধারণ মানুষ।
[৬] উৎসবমুখর পরিবেশে এসিল্যান্ড থেকে শুরু করে কাননগো, সার্ভেয়ার, নায়েব, অফিস সহকারীরা এক টেবিলে সেবা প্রদান করছেন।
[৬] প্রথমদিনেই সদর উপজেলায় ৫ শতাধিক মানুষ ভূমি বিষয়ে সেবা পেয়েছেন বলে জানান সহকারী কমিশনার (ভূমি) এইচ. এম ইবনে মিজান ।
[৭] তিনি আরো জানান, গ্রাহকদের সচেতনতা, ভূমি বিষয়ে ধারণা, সেবাদানের পদ্ধতি বিষয়ে লিফলেট বিতরণ ও অবহিতকরণ করা হচ্ছে। সম্পাদনা : মুরাদ হাসান
আপনার মতামত লিখুন :