শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ১৯ মে, ২০২২, ১২:১২ দুপুর
আপডেট : ১৯ মে, ২০২২, ১২:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এমপি ফজলে করিম চৌধুরী

রাউজানকে সবক্ষেত্রে সাজিয়ে সমৃদ্ধ করা আমার স্বপ্ন

এমপি ফজলে করিম চৌধুরী

শাহাদাত হোসেন, রাউজান: [২] রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী বলেছেন, রাউজানকে সবক্ষেত্রে সাজিয়ে সমৃদ্ধ করার স্বপ্ন। মানুষ মরণশীল, একদিন আমাকেও যেতে হবে। আগামী প্রজন্মের জন্য রেখে যেতে চাই, আমার স্বপ্নের উপর গড়ে উঠা সব কল্যাণকর কাজ ও প্রতিষ্ঠান।

[৩] বুধবার (১৮ মে) বিকালে গহিরা কলেজের একাডেমিক ভবন ও হোষ্টেল নির্মাণের জন্য নিজের অর্থে অর্ধকোটি টাকা মূল্যের ১৬.২ কাঠা জমির দলিল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

[৪] অনুষ্ঠানে বিষেশ অতিথির বক্তব্যে রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব গহিরা কলেজের নাম এবিএম ফজলে করিম চৌধুরী কলেজ নামকরণ করার প্রস্তাব করা হলে সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার। এ বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে সকলকে আশ্বস্ত করেন তিনি।

[৫] কলেজস্থ ফজলে করিম চৌধুরী অডিটেরিয়ামে অনুষ্ঠিত সুধি সমাবেশে সভাপতিত্ব করেন নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ। পৌর আ.লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন: উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, থানার ওসি আব্দুল্লাহ আল্ হারুন, গহিরা কলেজের অধ্যক্ষ এ টি এম শাহ্ আলম সিকদার, কাউন্সিলর কাজী মোহাম্মদ ইকবাল, আলহাজ্ব বশির উদ্দিন খাঁন, আলমগীর আলী, ডা: দীপক দত্ত, বীর মুক্তিযোদ্ধা ইউছুপ খাঁন, মুছা আলম খাঁন চৌধুরী, সুমন দে, কাজী রাশেদ, শাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু প্রমুখ। অনুষ্ঠানে ফজলে করিম চৌধুরী এমপি রেজিষ্ট্রি করা জমির দলিল হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসারের হাতে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়