শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ১৮ মে, ২০২২, ০৮:৩২ রাত
আপডেট : ১৮ মে, ২০২২, ০৮:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভূরুঙ্গামারীতে ঝড়ে ব্যাপক ক্ষতি

হামিদুল ইসলাম : [২] কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ঝড়ে ঘরবাড়ি, গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটায় ঝড় শুরু হয়। ঘন্টাব্যাপী চলা ঝড়ে গাছপালা উপড়ে পড়ে ঘরবাড়ি ভেঙে গেছে। বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন হয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বোরে ধান সহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। 

[৩] সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ঝড়ো হাওয়ায় পাকা বোরো ধান পানি জমে থাকা জমিতে নুইয়ে পড়েছে। বিভিন্ন জাতের বড় বড় বনজ গাছ ঘরবাড়ি ও রাস্তার উপর উপড়ে পড়েছে। মৌসুমি ফল আম, কাঠাঁল, লিচু, পেয়ার ও সুপারি সহ বিভিন্ন ফলের গাছ ভেঙ্গে গেছে। উপজেলা সদর থেকে শিলখুড়ি ও তিলাই ইউনিয়নে যাওয়ার রাস্তার উপর দুটি বড়বড় গাছ উপড়ে পড়ায় ওই রাস্তা দিয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

[৪] ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের কামাত আঙ্গারীয়া গ্রামের রাসেল মাহামুদ বলেন, ঝড়ে একটি বিশাল আকৃতির কড়ই গাছ ভেঙে পড়ে দু'টি ঘর ও আসবাপত্র ভেঙে গেছে। এতে আনুমানিক এক লাখ টাকা ক্ষতি হয়েছে। অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন তার মা বয়জন বেগম। তিনি কাঁধে আঘাত পেয়েছেন। দমকা হাওয়ায় একই গ্রামের আসাদুল হকের একটি ঘর ভেঙে পড়েছে। বাচ্চু মিয়ার প্রায় চল্লিশ হাত লম্বা এল আকৃতির একটি ঘর হেলে পড়েছে। এছাড় বিভিন্ন এলাকায় আরো অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূরুঙ্গামারী মহিলা কলেজের অধ্যক্ষ খালেদুজ্জামান বলেন, ঝড়ে গাছ পড়ে ইটের তৈরি কলেজের সীমানা প্রাচীর ভেঙে গেছে।

[৫] ভূরুঙ্গামারী ইউনিয়নের নলেয়া গ্রামের কৃষক মকবুল হোসেন বলেন, গত মঙ্গলবার রাতের বৃষ্টি ও বাতাসে এক বিঘা জমির পাকা ধান জমিতে জমে থাকা পানিতে নুইয়ে পড়েছে। ওই গ্রামের রমজান আলী, শাহবাজ আলী সহ আরো অনেকের পাকা ধানের একই অবস্থা।

[৬] উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর আলম বলেন, ঝড়ে উপজেলার কি পরিমান সম্পদের ক্ষতি হয়েছে তা নির্ধারণের কাজ চলছে।

[৭] উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা বলেন, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করা হয়েছে। ক্ষয়-ক্ষতি নির্ধারণের কাজ চলমান রয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহায়তা করা হবে। সম্পাদনা : জেরিন 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়