শাহাজাদা এমরান, এম এম লিংকন: [২] ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় ভাবে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাতকে মনোনয়ন দিলেও মঙ্গলবার একেবারে শেষ মুহুর্তে এসে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগ নেতা ও কুমিল্লা চেম্বারের সভাপতি মাসুদ পারভেজ খান ইমরান।
[৩] অপরদিকে বিএনপি আনুষ্ঠানিক ভাবে কুসিক নির্বাচনে অংশ গ্রহন না করলেও দলের দুই নেতা স্বতন্ত্র প্রার্থী হিসাবে এই নির্বাচনে অংশ নিচ্ছেন। এরা হলেন, সদ্য সাবেক মেয়র ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মনিরুল হক সাক্কু ও কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি নিজাম উদ্দিন কায়সার।
[৪] আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত বলছেন, আমার দীর্ঘ রাজনৈতিক কেরিয়ার বিবেচনা করে নেত্রী আমাকে নৌকার মাঝি করেছেন। আমি নেত্রীর আস্থার প্রতিদান দিব।এদিকে, মনিরুল হক সাক্কু, মাসুদ পারভেজ খান ইমরান ও নিজাম উদ্দিন কায়সার তিন মেয়র প্রার্থীই জানিয়েছেন , নেতাকর্মী ও সমর্থকদের চাপে তারা প্রার্থী হয়েছেন।
[৫] এই নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৬ মে। প্রতীক বরাদ্দ ২৭ মে। ইভিএমের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুন।
আপনার মতামত লিখুন :