মুরাদ হাসান : বিশ্বকাপ ফাইনালের পর একটি ছবি ফেসবুকে বেশ আলোচনার জন্ম দেয়। ছবিতে বৃদ্ধ বরের সঙ্গে কিশোরী নববধূকে দেখা যায়। সেখানে উল্লেখ করা হয়-’শপথ নিয়েছিলেন আর্জেন্টিনা জিতলে তবেই বিয়ে করবেন। সে অপেক্ষায় ৩৬ বছর পেরিয়ে গেছে।
অবশেষে ২০২২ বিশ্বকাপ জিতে নিল আর্জেন্টিনা। খবর পেয়ে আজ সকালে বিয়ের পিঁড়িতে বসেছেন গাইবান্ধার আব্দুল লতিফ।’
গাইবান্ধার গণমাধ্যমকর্মীরা অনুসন্ধান এ ঘটনার সত্যতা পাননি। তারা জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন, বিভিন্ন লোকজনের সঙ্গে কথা বলেছেন। জেলায় এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।
এছাড়া মঙ্গল থেকে ছবিটি সরিয়ে ফেলেছে ‘চ্যানেল ঢাকা’ ফেসবুকভিত্তিক একটি স্যাটায়ার পেজ। এর ওয়েব অ্যাড্রেসটিও অচল। একই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে এর আগেও ভাইরাল হয়েছে।
এমএইচ/জেএ
আপনার মতামত লিখুন :