শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ১৬ মে, ২০২২, ০৪:২১ দুপুর
আপডেট : ১৬ মে, ২০২২, ০৪:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোলায় অটোরিকশা ও ট্রলির সংঘর্ষে শিশু নিহত

নিহত

ফরহাদ হোসেন : [২] ভোলায় অটোরিকশা ও ট্রলির সংঘর্ষে মাইশা (৮) নামে একটি শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার ভাই জুবায়ের। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ভোলা-ইলিশা সড়কের পরাণগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

[৩] নিহত শিশুটি ভোলা সদরের ইলিশা ইউনিয়নের পূর্ব ইলিশার গুপ্তমুন্সি এলাকায় জসিম উদ্দিনের মেয়ে।

[৪] স্থানীয় সূত্র জানায়, দুপুরে পরাণগঞ্জ এলাকায় যাত্রীবাহী ব্যাটারি চালিত একটি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী মাইশা ঘটনাস্থলেই নিহত হয়। এসময় আহত হন তার ভাই জুবায়ের। 

[৫] ভোলা সদর হাসপাতালের দায়িত্বরত পুলিশ সদস্য আল মামুন এ তথ্য নাশ্চিত করেছেন।

[৬] এদিকে ভোলার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের নির্মাণাধীন ভবনের ৮ম তলার ছাদ থেকে পড়ে রিপন (২৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রিপন দৌলতখান উপজেলার চরপাতা গ্রামের বাসিন্দা।

[৭] জানা গেছে, সকালে ভোলার ২৫০ শয্যার নতুন ভবনের ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। এ সময় অসাবধানতাবশত রিপন ছাদ থেকে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
 
[৮] ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন নিশ্চিত করেছেন। সম্পাদনা : জেরিন 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়