শিরোনাম
◈ উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা করার দাবিতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের ◈ দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই যা করবেন ট্রাম্প  ◈ প্রতিটি দেশে একটি সামাজিক ব্যবসা ব্যাংকিং আইন থাকা উচিত : প্রধান উপদেষ্টা ◈ বৈষম্যবিরোধী ছাত্রদের সাথে সরকারের ক্ষমতার দ্বন্দ্ব নাকি অন্যকিছু ? ◈ ভাইরাল সুপারিশপত্রের বিষয়ে যা বললেন উপদেষ্টা নাহিদ ইসলাম ◈ রাজবাড়ীতে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ◈ ‘অহরহ কল আসছে, আমাকে উপদেষ্টা হিসেবে দেখতে চায়’ (ভিডিও) ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে ◈ ‘আ. লীগ-বিএনপির কোনো পার্থক্য নেই, ওরা ক্ষমতার পাগল : ফয়জুল করীম (ভিডিও) ◈ বিশ্বে মশার কামড়ে ঘায়েল ৪ বিলিয়ন মানুষ

প্রকাশিত : ১৬ মে, ২০২২, ০৪:০২ দুপুর
আপডেট : ১৭ মে, ২০২২, ১২:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আ্যপসের সহায়তায় সিএনজি যাত্রীর টাকা ও স্বর্ণালংকার উদ্ধার

টাকা ও স্বর্ণালংকার উদ্ধার

রাজু চৌধুরী : [২] চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকায় সিএনজি'র ড্রাইভার যাত্রীর স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার পর যাত্রীর অভিযোগের প্রেক্ষিতে সেই চালককে দ্রুত গ্রেপ্তার করেছে নগরের কোতোয়ালী থানা পুলিশ।

[৩] সোমবার (১৬ মে) পুলিশ জানায়,  আটককৃত সিএনজি চালকের নাম মতিন মিয়া (২৫), তার পিতা-মোঃ মমতাজ। সে গাইবান্ধা জেলার সাদুল্যাপুর থানার ২ নং নল ডাঙ্গা ইউনিয়ন পরিষদ এর প্রতাপ এলাকায় তবে বর্তমানে চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার চন্দ্রনগর বাজার (টেক্সটাইল), সরোয়ার সাহেবের কলোনীতে বাস করে। 

[৪] জানা গেছে, অনুপ সেন নামে এক ব্যক্তি (৫৬) রোববার ভোরে স্ব-পরিবারে ঢাকা হতে তূর্ণা নিশিতা ট্রেনযোগে চট্টগ্রাম রেলষ্টেশনে আসেন এবং ষ্টেশন হতে সকাল অনুমান ৭ টা ৩০ মিনিটে  সিএনজি যোগে কোতোয়ালী থানাধীন সতীশ বাবু লেইনস্থ সানমার বিল্ডিংয়ের বিপরীতে নিজ বাসা দেপু নিঝুমালয় বিল্ডিংয়ের সামনে রাস্তার উপর  সিএনজি হতে নেমে স্ত্রী সন্তানকে বাসার সিঁড়িতে পৌঁছে দিয়ে রাস্তায় এসে দেখে উক্ত সিএনজি চালক ভাড়া না নিয়েই সিএনজিতে থাকা তার ব্যাগটি নিয়ে চলে গেছে। 

[৫] পুলিশ আরো জানায়, যাত্রীর ভাষ্যমতে উক্ত ব্যাগটিতে নগদ ১০,০০০ টাকা সহ স্বর্ণালঙ্কার ছিল। থানায় রুজুকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুকান্ত চৌধুরী সঙ্গীয় অফিসার ফোর্স সহ ঘটনাস্থল ও আশপাশ এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সিএনজি গাড়ীর নাম্বার চট্টমেট্রো-থ-১৩-৩৭৮৫ সংগ্রহ করে এবং “আমার গাড়ী নিরাপদ’’ এ্যাপসের সহায়তায় সিএনজি’র ড্রাইভার মতিন মিয়া (২৫) কে  সোমবার ১৬ মে ১২ টা ১৫ এর দিকে নতুন রেলওয়ে ষ্টেশনের সামনে হতে ব্যবহৃত সিএনজি সহ আটক করেন। পরবর্তীতে তাকে চোরাইকৃত মালামালের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে সে একেক সময় একেক ধরনের কথাবার্তা বলতে থাকে। এক পর্যায়ে তার স্বীকারোক্তি মোতাবেক  তার বর্তমান বাসা বায়েজিদ থানাধীন চন্দ্রনগর সরোয়ার সাহেবের কলোনীতে পরিত্যক্ত বাথরুমের ভিতর  নগদ ১০,০০০/- টাকা, আলমারীর ভেতর হতে ৪ ভরি ওজনের স্বর্ণালংকার ও বাসার রুমের ভিতর হতে কাপড় ভর্তি ব্যাগ উদ্ধারকরে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়