শিরোনাম
◈ রাজধানীর শ্যামপুর থানা ছাত্রলীগের সভাপতি রনি গ্রেফতার ◈ টাকা না পেয়ে ন্যাশনাল ব্যাংকে তালা দিলেন গ্রাহকরা ◈ দেখে মনে হয় স্কুল পড়ুয়া কিশোর, বয়স ২২, করেন মাদক ব্যবসা ◈ ৭ কলেজ শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে যা বললেন শিক্ষা উপদেষ্টা ◈ চার ঘণ্টা করে ট্রাফিকের দায়িত্বে থাকবে ৭০০ যুবক: উপদেষ্টা আসিফ (ভিডিও) ◈ ‘তোমরা রাস্তা বন্ধ করবা, আমরা কি আঙ্গুল চুষবো’ সাধারণ মানুষের আবেগেরই বহিঃপ্রকাশ (ভিডিও) ◈ শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনূস ◈ অলিম্পিক ক্রিকেট সরে যাচ্ছে নিউ ইয়র্কে ◈ শান্তকে টেস্ট ও ওয়ানডেতে রেখে টি-টোয়েন্টিতে সোহানকে অধিনায়ক করা য়ায়: আশরাফুল ◈ বিদ্যুৎ, পানি এবং অন্যান্য অবকাঠামো প্রকল্পের ক্ষেত্রে দিল্লির সমর্থনের অভাব রয়েছে : ড. ইউনূস

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২২, ০৩:২৭ দুপুর
আপডেট : ২৯ নভেম্বর, ২০২২, ০৩:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

মানববন্ধন

ফয়সাল চৌধুরী, কুষ্টিয়া  : কুষ্টিয়া জেনারেল হাসপাতালে সঠিক সময়ে ডাক্তারের উপস্থিতির, টেস্ট বাণিজ্য বন্ধ, দালাল মুক্ত হাসপাতাল, সরকারি ওষুধের সুষ্ঠু বন্টন, উন্নত চিকিৎসার দাবিসহ হাসপাতালের চিকিৎসা সেবার অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন করেছে ভুক্তভোগী সাধারন জনগন।

মঙ্গলবার (২৯ নভেম্বর) বেলা ১১টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে গেটের সামনে রাস্তায় ভুক্তভোগী সাধারন জনগনের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই সময় বক্তারা হাসপাতালের নানা অনিয়ম তুলে ধরে বক্তব্য দেন। 

বক্তারা অভিযোগ করেন, ডাক্তাররা সিন্ডিকেট করে বিভিন্ন ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার এর সঙ্গে কমিশন বাণিজ্য করে রোগীদের সুচিকিৎসার থেকে বঞ্চিত করছে। 

বক্তব্যে ভুক্তভোগী বিদ্যুৎ খন্দকার বলেন, গত রোববার তার খালাকে অক্সিজেন না দেওয়ায় মারা যান। হাসপাতালে অক্সিজেন থাকা সত্বেও দেওয়া হয়নি। বাইরে থেকে কিনে আনতে বলা হয়। এভাবেই সবক্ষেত্রেই, টাকা না দিলে এই হাসপাতলে কোন চিকিৎসা দেওয়া হয়না। 

এই সময় হাসপাতালে সমস্যাগুলোর সুষ্ঠু সমাধানের দাবি জানান তারা।  দাবি আদায় না হলে মানববন্ধনে অংশগ্রহণকারীরা আরো কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন।

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়