শিরোনাম
◈ হাসান মাহমুদের ৫ উইকেট, ভারত থামলো ৩৭৬ রানে ◈ অস্ট্রেলিয়ার তা-বে উড়ে গেলো ইংল্যান্ড  ◈ নারী দলের লঙ্কান কোচকে ২০ বছরের নিষেধাজ্ঞা দিলো ক্রিকেট অস্ট্রেলিয়া ◈ দিল্লিতে এক কেজির ইলিশ বিক্রি হচ্ছে ৩ হাজার রুপিতে ! ◈ অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেফতার (ভিডিও) ◈ খাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মিছিলে হামলা-সংঘর্ষ, গুলি (ভিডিও) ◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও

প্রকাশিত : ১৫ মে, ২০২২, ০৮:০৮ রাত
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০২২, ১২:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৫০ টাকা দরে কম্পিউটার বিক্রি!

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)

মিনহাজুল আবেদীন: [২] অনুমতি ব্যতীত বিশ্ববিদ্যালয়ের স্টোররুমে থাকা অব্যবহৃত পুরাতন কম্পিউটার, সিপিইউ, প্রিন্টারসহ অন্যান্য জিনিসপত্র বিক্রির অভিযোগে চার কর্মকর্তাকে শোকজ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন। তাদেরকে আগামী তিন কার্যদিবসের মধ্যে বিনা অনুমতিতে জিনিসপত্র বিক্রির কারণ দর্শাতে বলা হয়েছে। ঢাকা পোস্ট 

[৩] অভিযুক্তরা হলেন, বিশ্ববিদ্যালয়ের স্টেট অফিসের ভারপ্রাপ্ত প্রধান টিপু সুলতান ও তার তিন সহযোগী উকিল উদ্দিন, নাজমুল হোসাইন সাবু ও বকুল হোসেন। 

[৪] রোববার (১৫ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মু আতাউর রহমান জানান, প্রশাসনের অনুমোদন ব্যতীত বিশ্ববিদ্যালয়ে পুরাতন জিনিসপত্র বিক্রি করার অভিযোগে গণমাধ্যমে নিউজ প্রকাশিত হয়। বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরে এলে তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। 

[৫] গত ২৬ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের পুরাতন জিনিসের স্টোর রুম পরিষ্কারের কথা বলে এস্টেট অফিস প্রধান (ভারপ্রাপ্ত) টিপু সুলতান ও তার সহযোগী উকিল উদ্দীন ও সাবু সেখানে থাকা পুরাতন জিনিসপত্র বিক্রি করেন। প্রায় অর্ধশত পুরাতন কম্পিউটার ৫০ টাকা দরে এবং সিপিইউ, ১০ থেকে ১২টা ফটোকপি মেশিন, প্রিন্টার, ১০ মণ রড, জানালার পুরাতন গ্রিল, পুরাতন ব্যবহারযোগ্য লোহার পাইপ কেজি দরে বিক্রি করেছেন। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমোদন ছাড়াই এসব জিনিসপত্র বিক্রি করা হয়েছে বলে জানা গেছে। দেশ রূপান্তর 

[৬] নিয়মানুযায়ী বিশ্ববিদ্যালয়ে অব্যবহৃত পুরাতন জিনিস বা কোনো কিছু বিক্রি করতে হলে উপচার্যের অনুমোদন নিয়ে নিলাম কমিটি এবং বিক্রয় কমিটির মাধ্যমে সেগুলো বিক্রি করা হয়।

[৭] বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুস সালাম বলেন, বিষয়টি জানার পর তাদের কাছে লিখিত বক্তব্য চেয়েছি। বক্তব্য পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। যদি অনুমতি না নেয় তাহলে তারা অবশ্যই অপরাধ করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়