শিরোনাম

প্রকাশিত : ১৫ মে, ২০২২, ০৪:০৭ দুপুর
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২২, ০৫:৫৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোটের একমাস আগেই কুমিল্লায় বিজিবি মোতায়েন

কুমিল্লায় বিজিবি মোতায়েন

শাহাজাদা এমরান ও এম এম লিংকন: [২] বিজিবি মোতায়েনের পর রোববার সকাল থেকে নগরীর প্রধান সড়ক ঘুরেছে বিজিবির গাড়িবহর। এই সিটির রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী বলেন, এখনই প্রার্থীদের প্রচারণা শুরু করার কথা নয়। তার পরও যারা প্রচারণার চেষ্টা চালাচ্ছেন, আমরা তাদের শোকজ করছি এবং মৌখিকভাবে সতর্ক করছি। কয়েকদিন থেকে তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রার্থীদের আচরণবিধি দেখার জন্য মাঠে আছেন। 

[৩] কুমিল্লা-১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইসহাক বলেন, এই বিজিবি প্লাটুনের দায়িত্বে থাকবেন একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। নির্বাচনী এলাকায় যেকোনো অপ্রীতিকর ঘটনা ঠেকাতে এই ব্যবস্থা নেয়া হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এই বিজিবি প্লাটুনের দায়িত্বে থাকবেন। যেকোনো অপ্রীতিকর ঘটনা ঠেকাতে এই ব্যবস্থা নেয়া হয়েছে।

[৪] কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ১৮৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে ৫ জন মেয়র, ১৪৭ জন কাউন্সিলর এবং ৩৭ জন সাধারণ কাউন্সিলর পদপ্রার্থী। এর মধ্যে এখন পর্যন্ত ১২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

[৫] ১৫ জুন ইভিএমের মাধ্যমে এই সিটির ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়