শিরোনাম
◈ বিএনপির বিশৃঙ্খলা রোধে তারেক রহমানের যত ‘স্মার্ট অ্যাকশন’ ◈ ভারতে শেখ হাসিনা আশ্রয় পেতে যাচ্ছেন দালাই লামার মতোই! ◈ কর্মীদের হত্যাকাণ্ডের নিউজ কোথায়, প্রশ্ন আওয়ামী লীগের ◈ শাহবাগে বিক্ষোভ: আগামী ৭২ ঘণ্টায় পার্বত্য তিন জেলায় অবরোধের ঘোষণা  ◈ পাহাড়ি-বাঙালি সংঘর্ষ : রাঙ্গামাটিতে ১৪৪ ধারা জারি ◈ বাইতুল মোকাররমে দুই গ্রুপের সংঘর্ষ, আহত বেশ কয়েকজন, সতর্ক অবস্থানে সেনাবাহিনী ও পুলিশ (ভিডিও) ◈ আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা : পুলিশ হেডকোয়ার্টার্স ◈ দুই পক্ষের সংঘর্ষের পর আজ স্বাভাবিক দীঘিনালার পরিস্থিতি ◈ জাতিসংঘ অধিবেশনে যাদের সঙ্গে বৈঠক হতে পারে মুহাম্মদ ইউনূসের ◈ অস্বস্তিকর গরম: অবসান হবে কবে? জানাল আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত : ১৪ মে, ২০২২, ০৯:০৩ রাত
আপডেট : ২৮ আগস্ট, ২০২২, ০৯:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে অংশ নেবে না বিএনপি

এ্যানি

জহিরুল ইসলাম : [২] নির্বাচনে অংশ নিতে বিএনপিকে সরকার অনুরোধ করছে। তবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়া কোনো নির্বাচনে অংশ নেওয়া হবে না বলে জানিয়েছেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

[৩] শনিবার বিকেলে লক্ষ্মীপুর জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীপুর গোডাউন রোড এলাকায় এ্যানির বাস ভবনের সামনে এ সমাবেশের আয়োজন করা হয়।

[৪] এ্যানি বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধির পেছনে সরকার দায়ী। সরকারের খয়ের খা’রা দুর্নীতির সঙ্গে জড়িত। এজন্য এ সরকারকে বিদায় দেওয়া ছাড়া কোনো সমাধান হবে না।

[৫] তিনি আরও বলেন, সরকার এখন বিএনপিকে নির্বাচনে যাওয়ার জন্য অনুরোধ করছে। শেখ হাসিনার অধীনে সংবিধান অনুযায়ী বিএনপি নির্বাচনে যাবে না। সত্যিকার একটি নির্বাচনের জন্য হাসিনামুক্ত পরিবেশ গড়তে হবে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচনের আয়োজন করতে হবে। তাবেই জনগণ সেই নির্বাচন গ্রহণ করবে।

[৬] জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবুর সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক হাছিবুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপির নেতা নিজাম উদ্দিন ভূঁইয়া, হাফিজুর রহমান, হারুনুর রশিদ বেপারী, মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, এ বি এম জিলানী, কামরুজ্জামান সোহেল, জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন, কৃষক দল নেতা শাহ মোহাম্মদ এমরান, স্বেচ্ছাসেবক দল নেতা হারুনুর রশিদ, যুবদল নেতা সামছুল আহসান মামুন ও ছাত্রদল নেতা আবদুল্লাহ আল মামুন। সম্পাদনা : জেরিন 

  • সর্বশেষ
  • জনপ্রিয়