শিরোনাম
◈ তিন পার্বত্য জেলার পরিস্থিতি নিয়ে আইএসপিআর যা জানালো ◈ বিএনপির বিশৃঙ্খলা রোধে তারেক রহমানের যত ‘স্মার্ট অ্যাকশন’ ◈ ভারতে শেখ হাসিনা আশ্রয় পেতে যাচ্ছেন দালাই লামার মতোই! ◈ কর্মীদের হত্যাকাণ্ডের নিউজ কোথায়, প্রশ্ন আওয়ামী লীগের ◈ শাহবাগে বিক্ষোভ: আগামী ৭২ ঘণ্টায় পার্বত্য তিন জেলায় অবরোধের ঘোষণা  ◈ পাহাড়ি-বাঙালি সংঘর্ষ : রাঙ্গামাটিতে ১৪৪ ধারা জারি ◈ বাইতুল মোকাররমে দুই গ্রুপের সংঘর্ষ, আহত বেশ কয়েকজন, সতর্ক অবস্থানে সেনাবাহিনী ও পুলিশ (ভিডিও) ◈ আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা : পুলিশ হেডকোয়ার্টার্স ◈ দুই পক্ষের সংঘর্ষের পর আজ স্বাভাবিক দীঘিনালার পরিস্থিতি ◈ জাতিসংঘ অধিবেশনে যাদের সঙ্গে বৈঠক হতে পারে মুহাম্মদ ইউনূসের

প্রকাশিত : ১৪ মে, ২০২২, ০৮:৩৩ রাত
আপডেট : ১৫ মে, ২০২২, ১০:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রহ্মপুত্র নদ খননের মাটি দিয়ে দুধারে রাস্তা নির্মানের দাবি

আল আমীন : [২] ব্রহ্মপুত্রনদের সীমানা চিহিৃতকরণ ও চলমান খননকাজ ফলপ্রস্যুভাবে সম্পন্ন করা এবং বিভাগীয় শহর প্রতিষ্ঠাসহ ময়মনসিংহ বিভাগের জেলা সমুহের সার্বিক উন্নয়নের দাবিতে করণীয় নির্ধারণের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ বিভাগ সমিতি, ঢাকার উদ্যোগে ময়মনসিংহ সিটি কর্পোরেশন  শহীদ শাহাবউদ্দিন মিলনায়তনে শনিবার বিকালে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

[৩] সমিতির সভাপতি নাট্য ব্যক্তিত্ব ম. হামিদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নাগরিক আন্দোলনের  সভাপতি এডভোকেট এএইচ এম খালেকুজ্জামান, ময়মনসিংহ বিভাগ সমিতির সাধারণ সম্পাদক ও ডেপুটি এ্যটর্নী জেনারেল এডভোকেট শাহ আশরাফুল হক জজ, নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক প্রকৌশলী নুরুল আমিন কালাম, কবি নজরুল বিশ্ববিদ্যালয় ট্রাস্টের মহাসচিব রাশেদুল হাসান শেলী, সিনিয়র আইনজীবি গিয়াস উদ্দিন, দৈনিক আজকের বাংলাদেশ পত্রিকার সম্পাদক এডভোকেট আব্দুর রাজ্জাক, স্বদেশ সংবাদের  সম্পাদক জগদীশ চন্দ্র সরকার, দৈনিক জাহানের নির্বাহী সম্পাদক আবুল হাসিম, এডভোকেট নজরুল ইসলাম চুন্নু, এডভোকেট শিব্বির আহমেদ লিটন, কাজী আজাদ জাহান শামীম, ইয়াজদানী কোরাইশী কাজল, ডাঃ এইচ এ গোলন্দাজ তারা প্রমুখ বক্তব্য রাখেন।

[৪] সভায় বক্তারা বলেন, বিভাগ প্রতিষ্ঠা হয়েছে সাত বছর প্রায়। এখন আশানুরূপ উন্নয়ন হয়নি। বিভাগীয় শহর স্থাপনে দ্রুত জমি অধিগ্রহণ, ভুমির প্রকৃতি অনুযায়ী মাস্টার প্লান তৈরী করা,স্থাপত্য নক্সা ও নির্মাণ কাজের পরিকল্পনা, কোথায় কি থাকবে তা নিয়ে পরিকল্পনা করতে হবে। এছাড়া ব্রহ্মপুত্র নদ সুপরিকল্পিতভাবে খনন, সারা বছরের নাব্যতা নিশ্চিত করতে হবে।

এছাড়া সিএস অনুসারে নদের সীমানা নির্ধারণ, অবৈধ দখলদার উচ্ছেদ, নদী খননের মাটি দিয়ে বেরীবাধ ও রাস্তা নির্মাণ করতে হবে। এছাড়া নদীর দুধারের পাড় ঘেষে রাস্তা করতে হবে। একই সাথে গাজীপুর থেকে জামালপুর পর্যন্ত ডাবল রেললাইন স্থাপন করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়