শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২২, ১২:৩১ দুপুর
আপডেট : ২৮ আগস্ট, ২০২২, ০৯:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় এসএ পরিবহনের কাভার্ড ভ্যানে বিপুল পরিমাণে ভারতীয় পণ্য, আটক ২

কুমিল্লা প্রতিনিধি: [২] অবৈধভাবে পাচারকালে এসএ পরিবহনের একটি পার্সেল ভ্যান থেকে প্রায় ৭০ লাখ টাকা মূল্যের ভারতীয় পণ্যসামগ্রী জব্দ করা হয়েছে।

[৩] কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর যৌথ টাস্কফোর্স অভিযানে এসএ পরিবহন লিমিটেড (কুরিয়ার সার্ভিস) এর কাভার্ডভ্যান ভারতীয় বিভিন্ন প্রকার চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে। অভিযানে দু’জনকে আটক করে বিজিবি। 

[৪] সোমবার (২৫ এপ্রিল) বিকেলে কুমিল্লা নগরীর টমচম ব্রীজ নামক স্থানে অধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মদ ইসহাক, পিএসসি এর সার্বিক দিকনির্দেশনায় সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাশিষ ঘোষ, ও সহকারী পরিচালক মোঃ পারভেজ শামীম, ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট, কুমিল্লা ব্যাটালিয়ন এর নেতৃত্বে বিজিবি ও পুলিশ সদস্যের সমন্বয়ে টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। 

[৫] অভিযানে এসএ পরিবহনের ১টি কাভার্ডভ্যান তল্লাশী করে ৬০ লাখ ৬৫ হাজার ১৪০ টাকা মূল্যের ভারতীয় ৪৭ হাজার ৫১৮টি নেহা মেহেদী, ৪ হাজার ২০০টি বিভিন্ন প্রকার বাজি, ১ হাজার ৮৮৪টি মুভ ক্রীম, ৬ হাজার ৩৬০টি স্ক্রীন সাইন ক্রীম এবং ১ হাজার ৪৪০ প্যাকেট বাউন্স বিস্কুট জব্দ করা হয়। 

[৬] অভিযানে এসএ পরিবহন লিমিটেড এর সুপার ভাইজার মোঃ গোলাম সরোয়ার (২৭) ও কাভার্ড ভ্যানের চালক মোঃ আঃ আজিজ (২৪)কে আটক করা হয়। 

[৭] আটককৃত ভারতীয় চোরাচালানী মালামালসহ আসামীদেরকে রাতে সদর দক্ষিণ থানায় হস্তান্তর করা হয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়