শিরোনাম
◈ পাকিস্তান দলের দরজা সবসময় খোলা ফখর জামানের জন্য ◈ শাহজাদপুরে ১৬ হাজার টাকার জন্য ব্যবসায়ীকে হত্যা, দুই আসামি কারাগারে   ◈ থানা হবে নগরবাসীর জন্য পুলিশের সার্ভিস সেন্টার- নবনিযুক্ত  ডিএমপি কমিশনার ◈ হাসিনাকে ফেরানো নিয়ে আলোচনার সুযোগ রয়েছে ◈ আজ ঢাকায় আসছেন মার্কিন শ্রম প্রতিনিধি দল ◈ গুমের অভিযোগে ২৪ সামরিক ও গোয়েন্দা কর্মকর্তার পাসপোর্ট বাতিলের নির্দেশ ◈ ভারতীয় প্রতিষ্ঠান কাছ থেকে ৫০ হাজার টন চাল আমদানি করবে সরকার ◈ মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ সালে ছুটি থাকবে যতদিন ◈ বাংলাদেশে মানবাধিকার সমুন্নত দেখতে চায় যুক্তরাষ্ট্র ◈ ১৮ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২২, ১০:০২ রাত
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২২, ০৩:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টানা ৫ দিন পর বাংলাদেশি সেই কিশোরের লাশ ফেরত দিল ভারত

মরদেহ

আলামিন শিবলী : টানা ৫ দিন পর অবশেষে বাংলাদেশি কিশোর মিনার বাবুর লাশ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গত বুধবার (৭ সেপ্টেম্বর) দিনাজপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হয় ওই কিশোর। সময় টিভি

সোমবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় লাশ ফেরতের তথ্য নিশ্চিত করেছেন দিনাজপুর সদর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ, পরিদর্শক তানভিরুল ইসলাম।

তিনি জানান, মরদেহ গ্রহণ ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করার জন্য বিজিবির পক্ষ থেকে চিঠি দেয়া হয়। এরপর বিজিবি সদস্যরা সোমবার বিকেল সাড়ে ৩টায় সদর উপজেলার ১০ নম্বর কমলপুর ইউনিয়নের দাইনুর সীমান্তের শূন্যরেখায় অবস্থান করেন। পরে বিএসএফ সদস্যরা বাংলাদেশি কিশোর মিনার বাবুর (১৬) মরদেহ সেখানে নিয়ে আসেন।

জানা যায়, মরদেহ হস্তান্তর প্রক্রিয়ায় উভয় দেশের সীমান্তরক্ষীদের মধ্যে ৩০ মিনিটের পতাকা বৈঠক হয়। পরে বিকেল সাড়ে ৪টায় মরদেহ বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। পরে মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

নিহত কিশোর মিনার বাবুর বাবা জাহাঙ্গীর আলম জানান, তার ছেলেকে অন্যায়ভাবে বিএসএফ গুলি করে হত্যা করেছে। তিনি এই হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন। 

গত বুধবার রাতে স্কুলছাত্র মিনহাজুর রহমান মিনার বাবু ৫/৬ জনকে নিয়ে কচ্ছপের শুটকি আনতে সীমান্ত অতিক্রমকালে বিএসএফের গুলিতে নিহত হয়। মিনার বাবু  সদর উপজেলার ৯ নম্বর আস্করপুর ইউনিয়নের খানপুর ভিতরপাড়ার জাহাঙ্গীর আলমের ছেলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়