শিরোনাম
◈ ৪৩ লাখ কার্ড বাতিল হয়নি, যে ব্যাখ্যা দিলেন টিসিবির মুখপাত্র ◈ চূড়ান্ত সিদ্ধান্ত, ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না ◈ ইন্টারপোল সম্মেলন শেষে দেশে ফিরেছেন আইজিপি ◈ প্রত্যেককে একটি ম্যাসেজ দিতে হবে, ভোট হতে হবে, কোনো আপস নাই : তারেক রহমান  ◈ বলপূর্বক অন্তর্ধানের জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে তদন্ত কমিশনকে সহায়তার প্রতিশ্রুতি প্রধান উপদেষ্টার ◈ কুমিল্লায় সাবেক এমপি বাহারের ভাতিজাসহ দুই আওয়ামী লীগ গ্রেপ্তার ২ ◈ নিষিদ্ধ সংগঠনের কর্মসূচির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উপদেষ্টা আসিফের ◈ ভারতে বসে দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করে যাচ্ছে শেখ হাসিনা : মির্জা ফখরুল ◈ শেখ হাসিনাকে গণভবনে গাছের সাথে বেঁধে ঝুলিয়ে রাখা উচিৎ ছিল : মাসুদ সাঈদী ◈ রাজধানীর ১৩ স্থানে কম দামে মিলবে ডিম

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২২, ০৯:৩৬ রাত
আপডেট : ২৬ এপ্রিল, ২০২২, ০৯:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় পাসপোর্ট অফিসে সেবা গ্রহীতা ও সাংবাদিক লাঞ্ছিত, তদন্তের নির্দেশ

রুবেল মজুমদার : [২] কুমিল্লায় পাসপোর্ট অফিসের উপ-পরিচালক(ডিডি) নুরুল হুদার বিরুদ্ধে সেবাগ্রহীতাকে মারধর ও সংবাদ সংগ্রহে সাংবাদিক লাঞ্ছিত করার ঘটনায় অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছে আদালত । মঙ্গলবার ( ২৬ এপ্রিল ) বিকাল ৫ টায় কুমিল্লা ১ নং আমলী আদলতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: আব্বাস উদ্দিন স্বপ্রনোদিত হয়ে এই আদেশ প্রদান করেন ।

 [৩] আগামী ১৫ কার্যদিবসের মধ্যে র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেনকে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশ প্রদান করে। আদেশ কপিতে উল্লেখ করা হয় চেয়ার বসায় ৩ সেবাগ্রহীতাকে পেটালেন ডিডি উল্লেখিত শিরোনামের সংবাদ আদালতের গোচরীভূত হয়েছে । এই সংবাদ সত্যি হয়ে থাকলে অফিসের উপ-পরিচালক(ডিডি) নুরুল হুদা ফৌজদারী অপরাধ সংঘটন করেছেন । তাছাড়া সংবাদকর্মী রাকিবুল ইসলাম রানা ও সাফিকে সাংবাদিক হিসেবে তাদের দায়িত্ব পালনে বাধা প্রদান করা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়াও আইন বিরোধী মর্মে আদালতের নিকট প্রতীয়মান হয় ।

[৪] কুমিল্লা আদালতের পেশকার খোরশেদ আলম বলেন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: আব্বাস উদ্দিন মহোদয় স্বপ্রনোদিত হয়ে এই আদেশ প্রদান করেছেন । আদেশ কপি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে । তদন্তের সময় উক্ত সংবাদের প্রতিবেদককে সার্বিক সহযোগীতার করার জন্য বলা হয়েছে।

[৫]  র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব বলেন, এই জাতীয় আদেশ কপি আমাদের কাছে এখনও আসেনি । কপি আসলে আদালতের নির্দেশ অনুযায়ী তদন্ত কার্যক্রম শুরু করা হবে ।

[৬] প্রসঙ্গত, গত ১৮ এপ্রিল সোমবার দুপুর ১২ টায় কুমিল্লায় পাসপোর্ট অফিসে তিন সেবাগ্রহীতাকে মারধর করার অভিযোগ উঠে । উপ-পরিচালক(ডিডি) নুরুল হুদার বিরুদ্ধে । এ ঘটনায় বিষয়ে সংবাদ সংগ্রহে গেলে দৈনিক বাংলাদেশ সমাচার রিপোর্টার মোঃ সাফি ও রিপোর্টার্স ইউনিটির সদস্য ম্যাক নিউজের রাকিবুল রানাকে লাঞ্ছিত করা হয়। ভিডিও ধারণের সময় মোবাইল ছিনিয়ে নেয়। এমন একটি ভিডিও সমাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সম্পাদনা : জেরিন 

  • সর্বশেষ
  • জনপ্রিয়