শিরোনাম
◈ বিএনপির বিশৃঙ্খলা রোধে তারেক রহমানের যত ‘স্মার্ট অ্যাকশন’ ◈ ভারতে শেখ হাসিনা আশ্রয় পেতে যাচ্ছেন দালাই লামার মতোই! ◈ কর্মীদের হত্যাকাণ্ডের নিউজ কোথায়, প্রশ্ন আওয়ামী লীগের ◈ শাহবাগে বিক্ষোভ: আগামী ৭২ ঘণ্টায় পার্বত্য তিন জেলায় অবরোধের ঘোষণা  ◈ পাহাড়ি-বাঙালি সংঘর্ষ : রাঙ্গামাটিতে ১৪৪ ধারা জারি ◈ বাইতুল মোকাররমে দুই গ্রুপের সংঘর্ষ, আহত বেশ কয়েকজন, সতর্ক অবস্থানে সেনাবাহিনী ও পুলিশ (ভিডিও) ◈ আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা : পুলিশ হেডকোয়ার্টার্স ◈ দুই পক্ষের সংঘর্ষের পর আজ স্বাভাবিক দীঘিনালার পরিস্থিতি ◈ জাতিসংঘ অধিবেশনে যাদের সঙ্গে বৈঠক হতে পারে মুহাম্মদ ইউনূসের ◈ অস্বস্তিকর গরম: অবসান হবে কবে? জানাল আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত : ০৫ মে, ২০২২, ০৮:৩১ রাত
আপডেট : ০৫ মে, ২০২২, ০৮:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফুলবাড়িয়ায় সিরাতুন্নবী (সা:) প্রতিযোগিতার পুরস্কার বিতরণ    

আল আমীন : [২] ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আছিমে মিল্লাত ফাউন্ডেশনের আয়োজনে সিরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। 

[৩] বৃহস্পতিবার (৫ মে) দুপুরে উপজেলার আছিম তা’লীমুল মিল্লাত দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ইমরুল কায়েস। 

[৪] ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আবদুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বেলায়েত হোসেন। এতে আরও বক্তব্য রাখেন- চট্টগ্রাম বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ জাকির হোসাইন, আছিম পাটুলী ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মো. ইসমাইল হোসেন, আছিম তা'লীমুল মিল্লাত দাখিল মাদ্রাসার সুপার মাও. মো. আব্দুল হক, বাবুগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, মিল্লাত ফাউন্ডেশনের উপদেষ্টা আব্দুর রউফ রব্বানী, পিবিআইয়ের উপ-পরিদর্শক আশরাফুল আলম, জংগলবাড়ী বাতিঘরের সভাপতি মেহেদী কাওসার ফরাজী, জাগ্রত আছিম গ্রন্থাগারের সভাপতি জিল্লুর রহমান রিয়াদ প্রমুখ। 

[৫] অতিথিদের বক্তব্য শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার হিসেবে মূল্যবান বই, ক্রেস্ট, সনদ, সিরাতগ্রন্থ প্রদান করা হয়। 

[৬] এর আগে, গত ১৮ মার্চ  রাসূল ( সা.) এর জীবনী, মহান মুক্তিযুদ্ধের ইতিহাস এবং মানসিক দক্ষতার ওপর ৫০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়। তিনটি ক্যাটাগরিতে শিক্ষার্থীদের মাঝে অনুষ্ঠিত এ সিরাত প্রতিযোগিতায় মোট ৩৫ জনকে বিজয়ী হিসেবে মনোনীত করা হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়