শিরোনাম
◈ তিন পার্বত্য জেলার পরিস্থিতি নিয়ে আইএসপিআর যা জানালো ◈ বিএনপির বিশৃঙ্খলা রোধে তারেক রহমানের যত ‘স্মার্ট অ্যাকশন’ ◈ ভারতে শেখ হাসিনা আশ্রয় পেতে যাচ্ছেন দালাই লামার মতোই! ◈ কর্মীদের হত্যাকাণ্ডের নিউজ কোথায়, প্রশ্ন আওয়ামী লীগের ◈ শাহবাগে বিক্ষোভ: আগামী ৭২ ঘণ্টায় পার্বত্য তিন জেলায় অবরোধের ঘোষণা  ◈ পাহাড়ি-বাঙালি সংঘর্ষ : রাঙ্গামাটিতে ১৪৪ ধারা জারি ◈ বাইতুল মোকাররমে দুই গ্রুপের সংঘর্ষ, আহত বেশ কয়েকজন, সতর্ক অবস্থানে সেনাবাহিনী ও পুলিশ (ভিডিও) ◈ আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা : পুলিশ হেডকোয়ার্টার্স ◈ দুই পক্ষের সংঘর্ষের পর আজ স্বাভাবিক দীঘিনালার পরিস্থিতি ◈ জাতিসংঘ অধিবেশনে যাদের সঙ্গে বৈঠক হতে পারে মুহাম্মদ ইউনূসের

প্রকাশিত : ০৫ মে, ২০২২, ০৮:১৮ রাত
আপডেট : ০৫ মে, ২০২২, ০৮:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীপুরে ট্রেন থেকে পড়ে যাওয়া অচেতন যুবক হাসপাতালে আছে দু’দিন, মেলেনি পরিচয় 

মোতাহার খান : [২] বুধবার (৪মে) দুপুরে  উপজেলার লোহাগাছ গ্রাম থেকে স্থানীয়রা তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। অচেতন থাকায় ওই যুবকের নাম পরিচয় জানা যায়নি। শ্রীপুর উপজেলা হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. মাহমুদা বিষয়টি নিশ্চিত করেন।

[৩] স্থানীয়রা  জানান, বুধবার দুপুর পৌনে একটার দিকে ময়মনসিংহগামী অগ্নিবীনা এক্সপ্রেস ট্রেন চলে যাবার পর লোহাগাছ গ্রামে রেল লাইনের পাশে অচেতন অবস্থায় ওই যুবককে পড়ে থাকতে দেখেন। স্থানীয় আল-আমীন জানান,ওই যুবককে মৃত ভেবে জড়ো হয়েছিল এলাকা বাসী। দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যাই। স্থানীয়দের ধারনা ওই যুবক ট্রেনের ছাদে চড়ে হয়তো ঈদযাত্রায় বাড়ি ফিরছিলেন। ট্রেন থেকে পরে আহত হয়েছে। তার নাম পরিচয় পাওয়া যায়নি।

[৪] এদিকে বৃহস্পতিবার দুপুরে হাসপাতালে গিয়ে দেখাযায় ওই যুবক হাসপাতালের বারান্দায় মেঝেতে একটি বিছানায় অজ্ঞান অবস্থায় তার চিকিৎসা চলছে।সময় সময় হাত পায়ের আঙ্গুল নাড়তে দেখা যায়। 

[৫] হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক  চিকিৎসক (আরএমও)ডা.মাহমুদা  জানান,ওই যুবকের মাথায় গুরুত্বর আঘাত পেয়েছে । দু’দিন ধরে অচেতন অবস্থায় চিকিৎসা চলছে। তার অবস্থার সামান্য উন্নতি হয়েছে। সম্পাদনা : জেরিন 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়