শিরোনাম
◈ ভারতে শেখ হাসিনা আশ্রয় পেতে যাচ্ছেন দালাই লামার মতোই! ◈ কর্মীদের হত্যাকাণ্ডের নিউজ কোথায়, প্রশ্ন আওয়ামী লীগের ◈ শাহবাগে বিক্ষোভ: আগামী ৭২ ঘণ্টায় পার্বত্য তিন জেলায় অবরোধের ঘোষণা  ◈ পাহাড়ি-বাঙালি সংঘর্ষ : রাঙ্গামাটিতে ১৪৪ ধারা জারি ◈ বাইতুল মোকাররমে দুই গ্রুপের সংঘর্ষ, আহত বেশ কয়েকজন, সতর্ক অবস্থানে সেনাবাহিনী ও পুলিশ (ভিডিও) ◈ আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা : পুলিশ হেডকোয়ার্টার্স ◈ দুই পক্ষের সংঘর্ষের পর আজ স্বাভাবিক দীঘিনালার পরিস্থিতি ◈ জাতিসংঘ অধিবেশনে যাদের সঙ্গে বৈঠক হতে পারে মুহাম্মদ ইউনূসের ◈ অস্বস্তিকর গরম: অবসান হবে কবে? জানাল আবহাওয়া অধিদপ্তর ◈ হাসান মাহমুদের ৫ উইকেট, ভারত থামলো ৩৭৬ রানে

প্রকাশিত : ০৫ মে, ২০২২, ০৪:১৮ দুপুর
আপডেট : ০৫ মে, ২০২২, ০৪:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে নয়াপাড়া ক্যাম্পে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ১০ রোহিঙ্গা আটক

জিয়াবুল হক : [২] কক্সবাজার টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিষ্টার্ড ক্যাম্পে ডাকাতির প্রস্তুতিকালে আগ্নেয়াস্ত্রসহ ১০ জন ডাকাত সদস্যকে আটক করা হয়েছে।

[৩] এপিবিএন পুলিশ সুত্রে জানা যায়, গত ৩ মে ভোর ৪টারদিকে হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিষ্টার্ড ক্যাম্পে দায়িত্বরত ১৬এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্স এইচ ব্লকে ডাকাতি প্রস্তুতির খবর পেয়ে অভিযানে যায়। 

[৪] এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টাকালে একই ক্যাম্পের ব্লক-জি/৫ এর বাসিন্দা ফজল হকের পুত্র আক্তার হোছন (২০), শেড নং-৬৪৪/০৮ এর বাসিন্দা জাহিদ হোসনের পুত্র মোঃ হাসান (১৮), শেড নং-৬৫৮/১ এর বাসিন্দা আব্দুল হামিদের পুত্র মোহাম্মদ নূর (২০), শেড নং-৬৪৫/১ এর বাসিন্দা আব্দুস সালামের পুত্র সাইফুল রহমান (১৮), এফসিপিএন-৪০২৪৭০ এর বাসিন্দা মৃত আবু জাফরের পুত্র নুরুল আমীন (২৪), শেড নং-৪০২/০৪ এর বাসিন্দা মিয়া হোসনের পুত্র শাহিন (১৯), শেড নং-৬৪৭/০৪ এর বাসিন্দা মোঃ শমসের আলমের পুত্র মোঃ ইলিয়াস (৩০), শেড নং-৬৪৭/০৪ এর বাসিন্দা নুরুল ইসলামের পুত্র মোঃ রফিক (১৮), শেড নং-৬৪৮/০২ এর বাসিন্দা কামালের পুত্র খাইরুল আমীন (১৯) এবং শেড নং-৬৪৬/৬ এর বাসিন্দা মৃত শহর আলীর পুত্র মোঃ ইলিয়াস (২২) কে আটক করে। তাদের হেফাজত হতে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র (এলজি) উদ্ধার করা হয়।

[৫] এব্যাপারে ১৬এপিবিএন অধিনায়ক এসপি মোঃ তারিকুল ইসলাম তারিক জানান, আটককৃত ডাকাতরা ক্যাম্প এলাকায় অপহরণ, ছিনতাই, চাঁদাবাজি, দস্যুতা ও মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িত। 

[৬] আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে ৪ মে বিকালের দিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়