শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২২, ০৮:১৮ রাত
আপডেট : ২৬ এপ্রিল, ২০২২, ০৮:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রায়পুরায় ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে দায়ের কোপে এসআই আহত

এম.আজিজুল ইসলাম : [২] নরসিংদীর রায়পুরায় এক ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে দায়ের কোপের আঘাতে গুরুতর আহত হয়েছে রায়পুরা থানার এক পুলিশ সদস্য। 

[৩] মঙ্গলবার ( ২৬ এপ্রিল) বিকেলে উপজেলার অলিপুরা ইউনিয়নের জাহাঙ্গীরনগর এলাকায় এই ঘটনা ঘটে। 

[৪] আহত পুলিশ সদসের নাম মো. আরিফ । তিনি রায়পুরা থানায় উপ-পরিদর্শক ( এস আই) হিসেবে কর্মরত। অন্যদিকে, অভিযুক্ত ব্যক্তি রায়পুরার জাহাঙ্গীরনগর এলাকার স্বপন মিয়া । 

[৫] জানা যায় , বিকেলে তাকে ধরতে রায়পুরা থানার উপ পরিদর্শক আরিফের নেতৃত্বে একদল পুলিশ রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়নের জাহাঙ্গীরনগর গ্রামে যায়। সেখানে পুলিশ সদস্যের উপস্থিতি টের পেয়ে স্বপন তার দলবল নিয়ে তাদের ওপর হামলা চালায়। এসময় ধারালো দায়ের কোপে উপ-পরিদর্শক মো. আরিফ আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে । 

[৬] রায়পুরা থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আতাউর রহমান জানান, স্বপনের নামে ছিনতাই ও ডাকাতিসহ একাধিক মামলা আছে। আজ বিকেলে এসআই আরিফ ফোর্স নিয়ে আসামি ধরতে গেলে স্বপন ডাকাতের নেতৃত্বে তাদের ওপর হামলা হয়। পরে গুরুতর আহত অবস্থায় আহত পুলিশ সদস্য আরিফকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।

[৭] রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আজিজুর রহমান জানান , পুলিশ সদস্যের মাথায় কোপ লেগেছে। তার চিকিৎসা চলছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়