শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২২, ০৮:১৩ রাত
আপডেট : ২৬ এপ্রিল, ২০২২, ০৮:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় ধানের আটির ভাড়া নিয়ে দু'পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু, আহত ১৫

তৌহিদুর রহমান : [২] জেলার নাসিরনগরে জমি থেকে ধানের আটি ট্রাক্টরে উঠানোর ভাড়ার ঘটনাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষের ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুরে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর ও আশুরাইল গ্রামের লোকজনের মর্ধ্যে এ সংর্ঘষে নায়েব উল্লাহ (৪৮) নামে একজনের মৃত্যু হয়। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে বলে জানা যায়। 

[৩] স্হানীয়রা জানান, বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামের লংঘন গাংপাড় নামক স্থানে শ্রীঘর গ্রামের জুনায়েদ মিয়া ও আশুরাইল গ্রামের মোঃ জালাল মিয়ার জমি থেকে ধান টাক্টরে উঠানোর ভাড়ার ঘটনাকে কেন্দ্র করে  কথা কাটাকাটি হয়। একপর্যায়ে এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের দু'দল গ্রামবাসী উত্তেজিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে শ্রীঘর গ্রামের-মৃত শানু মিয়ার ছেলে নায়েব উল্লাহ (৪০)  আহত হয়। 

[৪] পরে তাকে উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। 

[৫] নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লা সরকার বলেন, জমি থেকে ধানের আটি আনার ভাড়ার ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। নায়েব উল্লাহ নামে যে ব্যক্তি মারা গেছে তার শরীরে কোথাও  আঘাতে কোন চিন্হ নেই। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদরের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রির্পোট পেলে তার মৃত্যুর আসল কারন জানা যাবে। বর্তমানে পরিস্হিতি শান্ত রয়েছে। সম্পাদনা : জেরিন 

  • সর্বশেষ
  • জনপ্রিয়