মাহবুব সৈয়দ, পলাশ(নরসিংদী)প্রতিনিধি : নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে ফয়সাল (২৮) নামে এক মানসিক ভারসাম্যহীন অটোরিকশা চালক আত্মহত্যা করেছে। আজ মঙ্গলবার দুপুরে ঘোড়াশাল পৌর এলাকার ফুলদিরটেক গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে ঘোড়াশাল ফাঁড়ি পুলিশ।নিহত ফয়সাল ফুলদিরটেক গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ফয়সাল অটোরিক্সা চালাতেন,তিনি মানসিক রোগী ছিলেন। তার সংসারের সাত বছরের এক ছেলে, চার বছরের এক কন্যা ও স্ত্রী রয়েছে। গতকাল সোমবার রাত আনুমানিক সাড়ে এগারটার দিকে ফয়সাল স্ত্রীর সাথে ঝগড়া করে তাকে মারধর করে আহত করে। পরে তিনি স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায় আহত স্ত্রীকে। সেখানে চিকিৎসা শেষে মধ্যরাতে তার স্ত্রীকে বাসায় নিয়ে আসেন তিনি।রাতের কোন এক সময় বাড়ির উঠানের সামনের একটি আম গাছের ডালের সাথে মেয়ের ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন তিনি। সকালে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায় বাড়ির আশ-পাশের লোকজন। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইউসুফ মিয়া জানান, মানসিকভাবে অসুস্থ ছিলেন ফয়সাল। মাঝে মাঝে ভালো থাকতেন আবার অসুস্থও থাকতেন।স্ত্রীর সাথে নিয়মিত ঝগড়া হতো তার।গতকাল রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়।পরে রাতে তাদের বাড়ির উঠানের পাশের একটি আম গাছের ডালের সাথে মেয়ের ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন ফয়সাল।খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।