শিরোনাম
◈ গ্যাস সঙ্কটে ১৬২০ কোটি টাকার এলএনজি আমদানি করছে সরকার ◈ সাংবাদিকতার দায়িত্ব ও নৈতিকতা-বিষয়ক আইন হওয়া প্রয়োজন : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ◈ প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে: এনবিআর  ◈ জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ মানবিক করিডরের সিদ্ধান্ত সরকারের, আমরা প্রতিহত করবো: নুরুল হক (ভিডিও) ◈ শিক্ষা মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা শিক্ষার্থীদের শ্রেণিমুখী করতে ◈ সেনাবাহিনীকে হামলার বদলা নিতে ‘পূর্ণ স্বাধীনতা’ দিলেন মোদি ◈ মূল সড়কে চলবে না ব্যাটারিচালিত রিকশা ◈ বাংলাদেশি হজযাত্রীদের ফুল দিয়ে বরণ করে নিল সৌদি সরকার  ◈ আজারবাইজানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক চান প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২৫, ০১:৫৪ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে নিখোঁজের দুদিন পর নদী থেকে যুবকের লাশ উদ্ধার

তপু সরকার হারুন : শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজের দুদিন পর ভোগাই নদী থেকে জাহাঙ্গীর আলম (২৬) নামে এক রং মিস্ত্রির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৮ এপ্রিল সোমবার দুপুরে উপজেলার শিমুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে ভোগাই নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

জাহাঙ্গীর আলম উপজেলার বাঘবেড় ইউনিয়নের শিমুলতলা মহাখালী এলাকার ছামিদুল ইসলামের পুত্র। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার সন্ধ্যায় দোকানে যাওয়ার কথা বলে বাড়ি হতে বের হয় জাহাঙ্গীর। পরে রাতে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তার ব্যবহৃত মোবাইলে যোগাযোগের চেষ্টা করে, কিন্তু মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়। পরে সোমবার দুপুরে উপজেলার শিমুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে ভোগাই নদীতে একটি লাশ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশের উপস্থিতিতে নদী হতে লাশ উঠানো হলে সেটি জাহাঙ্গীরের বলে শনাক্ত করে তার পরিবার।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, লাশের শরীরে পঁচন ধরায় প্রাথমিকভাবে কোন কারণ জানা সম্ভব হয়নি। ময়নাতদন্তের পর প্রতিবেদন পেলে প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়