শিরোনাম
◈ অপকর্ম বন্ধ না করলে বিএনপিকেও ছুড়ে মারবে জনগণ: মির্জা ফখরুল ◈ বাংলাদেশিকে ধরতে এসে পা ধরে মাফ চাইল বিএসএফ (ভিডিও) ◈ ‘বাংলাদেশি’ সন্দেহে গুজরাটে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলিম ◈ সারজিস আলমের চ্যালেঞ্জ, কড়া জবাব দিলেন রাশেদ খান ◈ পুলিশ কনস্টেবল পদে নিয়োগ লাভে প্রলোভনে পড়ে প্রতারিত হবেন না: পুলিশ হেডকোয়ার্টার্স ◈ টাই‌ব্রেকা‌রে আবাহনীকে হারিয়ে ফেডা‌রেশন কাপ জিত‌লো বসুন্ধরা কিংস ◈ বৃটেনে আসছে নতুন আইন: যৌন অপরাধে দণ্ডিতরা হারাবে থাকার অধিকার ◈ কাশ্মীরের পেহেলগাম ইস‌্যু‌তে পা‌কিস্তা‌নের সা‌বেক দুই হিন্দু - মুসলমান ক্রিকেটা‌রের কথার লড়াই চল‌ছে  ◈ অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ (ভিডিও) ◈ এবার বড় সুখবর মাদরাসা শিক্ষকদের জন্য 

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২৫, ০১:৪৯ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়ার  নন্দীগ্রামে অসুস্থ গরু জবাই করায় একজনের জরিমানা

জিল্লুর রয়েল, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে অসুস্থ গরু জবাই করায় আব্দুল কুদ্দুস (৬৫) নামে একজনের পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৮ এপ্রিল) বিকেলে নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের দোহার গ্রামে এই জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার। অভিযুক্ত আব্দুল কুদ্দুস দোহার গ্রামের নাজির উদ্দিনের ছেলে। 
 
জানা গেছে, নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের দোহার গ্রামে একটি গুরুতর অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টা করা হচ্ছিলো। বিষয়টি জানতে পেরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার তাৎক্ষনিকভাবে সেখানে গিয়ে অভিযুক্ত আব্দুল কুদ্দুসকে আটক করে। এরপরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইনে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করে এবং ৮০ কেজি মাংস জব্দ করে। 
 
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, একটি গুরুতর অসুস্থ গরু জবাই করে মাংস বাজারজাত করার চেষ্টা চলছে। পরে তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয় এবং পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন অনুযায়ী জরিমানা করা হয়। তিনি আরও বলেন, মানুষের স্বাস্থ্যঝুঁকি এড়াতে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা চলবে। 
 
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে প্রসিকিউটর ছিলেন ভেটেরিনারি সার্জন রাশেদুল ইসলাম। ওই সময় উপজেলা প্রাণীসম্পাদ কর্মকর্তা কল্পনা রানী রায় ও থানা পুলিশ উপস্থিত ছিলেন।


জিল্লুর রহমান রয়েল  
  • সর্বশেষ
  • জনপ্রিয়