তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর আধিপত্য বিস্তারের ঘটনাকে কেন্দ্র করে দু পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের নারী পুরুষসহ প্রায় ২০ জন আহত হয়েছে। উপজেলার ইছাপুরা ইউনিয়নের খাদুরাইল গ্রামে সোমবার (২৮ এপ্রিল) সকালে কয়েক ঘন্টাব্যাপী সংর্ঘষের সময় ৪ জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্হানীয়রা জানায়, আমিন মেম্বার ও গিয়াস উদ্দিনের মধ্যে খাদুয়াইল গ্রামের আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘ দিন যাবত বিরোধ চলে আসছিল। এই বিরোধকে কেন্দ্র করে গতকাল রবিবার (২৭ এপ্রিল) রাতে তাদের মধ্যে বাক-বিতন্ডা হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকাল থেকে দেশী অস্ত্রসস্ত্র নিয়ে উভয় পক্ষ লোকজন সংর্ঘষে জড়ায়। এতে প্রায় ২০ জন আহত হয়েছেন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এসময় বেশ কয়েকটি বাড়িঘর ভাংচুর ও লুটপাট করা হয়েছে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শহিদুল ইসলাম জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আমিন মেম্বার ও গিয়াস উদ্দিনের গ্রুপের মধ্যে মারামারি হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। আইনগত ব্যবস্হা প্রক্রিয়াধীন রয়েছে।