কল্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম)প্রতিনিধি : চট্টগ্রাম জেলার পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু (বিপিএম-সেবা) এর নির্দেশনায় বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম এর তত্ত্বাবধানে পুলিশের অভিযানে নাশকতা ও প্রতারনা মামলার ২আসামি গ্রেফতার করেছে বলে নিশ্চিত করেন বাঁশখালী থানার সেকেন্ড অফিসার এসআই কামরুল হাসান কায়কোবাদ।
সোমবার দুপুরে এসআই মোঃ ইমাম হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে প্রতারনা ও মসজিদ দেওয়ার নাম করে টাকা আত্নসার্থ এর অভিযোগে ফটিকছড়ি উপজেলার মাজিরহাট মাইজ ভান্ডার এলাকার মৃত ওবায়দুল হক ও মৃত আয়েশা খাতুনের পুত্র মোঃ আব্দুল্লাহ(৬২), বাঁশখালী পৌরসভা এলাকা হতে নাশকতা মামলার আসামী রাকিবুল ইসলাম তালুকদার(১৯)কে গ্রেফতার করে । পরে তাদের আইনগত প্রদক্ষেপ সহ আদালতে সোপর্দ করা হয় বলে জানান বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম।