শিরোনাম
◈ সারাদেশের সব পলিটেকনিকে টানা এবার শাটডাউন ঘোষণা ◈ সরকার যেসব শর্ত দিয়েছে মানবিক করিডোরের জন্য  ◈ কাঙ্ক্ষিত বাণিজ্যের জন্য পাকিস্তান-বাংলাদেশের ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে: বাণিজ্য উপদেষ্টা ◈ আমরা আরেকটা গাজা হতে চাই না: রাখাইনে ‘মানবিক করিডর’ প্রসঙ্গে ফখরুল (ভিডিও) ◈ অভিনেতা ইরেশ জাকেরের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে আইন উপদেষ্টা আসিফ নজরুল যা বললেন ◈ প্রথম আলোর ঈদ কার্টুন ইস্যুতে সম্পাদকের বিরুদ্ধে মামলার আবেদন, ৪ মে আদেশ ◈ সরকারি প্রাথমিক শিক্ষকদের জন্য বেতন গ্রেড নিয়ে সুখবর ◈ বিল পরিশোধ না করায় ইউনাইটেড গ্রুপের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ◈ ঐকমত্য কমিশনের সদস্যদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক ◈ ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়াতে আইনি নোটিশ

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২৫, ০৫:৪১ বিকাল
আপডেট : ২৮ এপ্রিল, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুড়িগ্রামে পাওনা টাকাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মসলা বি‌ক্রেতার মৃত‌্যু!

অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রাম প্রতিনিধি : কু‌ড়িগ্রা‌মে পাওনা টাকা‌কে‌ কেন্দ্র করে ঝালমু‌ড়ি বি‌ক্রেতার ছুরিকাঘাতে এক মসলা বি‌ক্রেতার মৃত‌্যু হয়েছে। রোববার (২৭ এপ্রিল) রাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান। এর আগে রোববার দুপু‌রে উলিপুর উপ‌জেলার পান্ডুল ইউনিয়নের কুড়ারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত ব‌্যক্তির নাম মাহবুল হোসেন (৪৪)।তি‌নি পান্ডুল ইউনিয়নের বাবুপাড়া এলাকার বানু শেখের পুত্র। অপরদি‌কে ঘাতক আলেপ উদ্দিন (৫১) একই এলাকার কুড়ারপার গ্রামের আছম উদ্দিনের পুত্র।

পু‌লিশ ও স্থানীয় সূ‌ত্র জানিয়েছে, নিহত মাহবুল হো‌সেন ফে‌রি ক‌রে মসলা বিক্রয় ক‌রতেন, অপরদি‌কে আলেপ উদ্দিনও গ্রা‌মে ফে‌রি ক‌রে ঝালমু‌ড়ি বিক্রি ক‌রতেন। এক পর্যা‌য়ে তাদের ম‌ধ্যে বন্ধুত্ব গড়ে ও‌ঠে। বন্ধুত্বের সুবাদে মসলা বিক্রেতা বিক্রেতা মাহবুল,মুড়ি বিক্রেতা আলেপ উদ্দি‌নের কা‌ছে টাকা ধার নেন। রোববার আলেপ উদ্দি‌নের বা‌ড়ির সাম‌নে দি‌য়ে মাহবু‌ল যাওয়ার প‌থে তার পথ‌রোধ করা হয়। প‌রে পাওনা টাকাকে কেন্দ্র ক‌রে উভ‌য়ের ম‌ধ্যে বাক‌বিতণ্ডার এক পর্যায়ে আলে‌প তার হা‌তে থাকা চাকু দি‌য়ে তা‌কে আঘাত করা হয়। প‌রে স্থানীয়রা মাহবুল‌কে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতা‌লে নি‌য়ে গে‌লে কর্তব‌্যরত চি‌কিৎসক তা‌কে মৃত‌ ঘোষণা ক‌রেন।

উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি)‌ জিল্লুর রহমান ব‌লেন, এ ঘটনায় মামলা ন‌থিভূক্ত হ‌য়ে‌ছে এবং অভিযুক্ত‌কে গ্রেপ্তার ক‌রা হ‌য়ে‌ছে। মর‌দেহ ময়নাতদ‌ন্তের জন‌্য কু‌ড়িগ্রাম ম‌র্গে পাঠানো হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়