লিয়াকত হোসেন জনী, মধুপুর, টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের মধুপুর উপজেলায় ট্রাক - সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ঝড়লো দুই প্রাণ। শনিবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের মধুপুর পৌর এলাকার কাইতকাইত রূপালী ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
এ দুর্ঘটনায় নিহত হয়েছেন দুর্ঘটনাকবলিত অটোরিকশার চালক হেলাল উদ্দিন (৬৫)। তিনি ধনবাড়ী চরভাতকুড়া গ্রামের মৃত হাতেম আলীর ছেলে। অপরজন সিএনজি চালিত অটোরিকশার যাত্রী ধনবাড়ী পৌর এলাকার ফরিদ হোসেন (৪০)।
এ বিষয়ে এস আই আসাদুজ্জামান জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে সিএনজি চালক হেলাল উদ্দিনের মৃতদেহ উদ্ধার করা হয় এবং অপরজনকে আহত অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করলে সেখানে তার মৃত্যু হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি দেখে তার স্ত্রী মধুপুর থানা পুলিশকে জানান, নিহত যাত্রী তার স্বামী ফরিদ উদ্দিন ( ৪০)। ধনবাড়ী এলাকার বাসিন্দা।
মধুপুর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) রাসেল আহমেদ জানান, সিএনজিচালিত অটোরিকশাটি মধুপুর থেকে যাত্রী নিয়ে ধনবাড়ীর দিকে যাওয়ার পথে পৌর এলাকার কাইতকাইত নামক স্থানে রূপালী ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক নিহত হোন। এছাড়া এক যাত্রী গুরুতর আহত হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।