শিরোনাম
◈ বিএনপির ৩ অঙ্গ ও সহযোগী সংগঠনের নতুন কর্মসূচি ঘোষণা ◈ পাকিস্তানে হামলা করবে ভারত, নিউইয়র্ক টাইমসের চাঞ্চল্যকর প্রতিবেদন ◈ অর্থ কামানোই প্রধান লক্ষ্য, ২০২৪ সালে সাইবার হানার ধরন পাল্টেছে! ◈ রাবি শিক্ষার্থীদের মধ্যে স্ক্যাবিস ছড়িয়ে পড়েছে, মেডিকেল সেন্টারে মিলছে চিকিৎসা ◈ ধর্ষকদের দৃষ্টান্তমূলক বিচারে সরকার বদ্ধপরিকর: আসিফ নজরুল ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ লাগলে যুক্তরাষ্ট্র কী করবে? ◈ পহেলগাঁও হামলার পর ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে চীনের জোরালো সমর্থন পেল পাকিস্তান ◈ পাস‌পোর্ট নেই, ভিসাও নেই, তারপ‌রেও  ৫০ টির বেশি দেশ ভ্রমণ ক‌রে‌ছেন তি‌নি ◈ আসছে নতুন ভাইরাস- মানুষ দ্রুত বু‌ড়ো হ‌য়ে যা‌বে,  চরম সতর্কবার্তা দিলেন বুল‌গে‌রিয়ান বাবা ভাঙ্গা ◈ পাকিস্তান ও ভারতের মধ্যে গুরুত্বপূর্ণ সব চুক্তি, এগুলো স্থগিত হওয়ার অর্থ কী?

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২৫, ০২:৩৪ দুপুর
আপডেট : ২৮ এপ্রিল, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে ডিপ্লোমা নার্সিংকে স্নাতক সম্মান করার দাবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন, বিক্ষোভ

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স ও মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি পাস কোর্স) করার দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জনসহ বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। 
 
রবিবার (২৭ এপ্রিল) বেলা ১২টার দিকে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস পরিষদ ইউনিয়ন ফরিদপুর জেলা শাখার আয়োজনে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সামনে ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। 
এ সময় ফরিদপুর সরকারি নার্সিং কলেজ ও জেলার সকল বেসরকারি নার্সিং কলেজের কয়েকশ শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ করে।  
 
বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস পরিষদ ইউনিয়ন ফরিদপুর জেলার সাধারণ সম্পাদক ও ফরিদপুর সরকারি নার্সিং কলেজের শিক্ষার্থী তন্ময়ের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, ফরিদপুর সরকারি নার্সিং কলেজের শিক্ষার্থী রোমান হাসান, আক্তার হোসেন, রাহুল দেব প্রমুখ। 
 
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড  মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স কোন অংশেই স্নাতক সম্মান ডিগ্রির চেয়ে কম নয় বরং বেশি। শিক্ষার্থীরা অবিলম্বে তাদের উত্থাপিত দবি পূরনের জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচী অব্যাহত থাকবে বলে তারা হুশিয়ারি দেন। 
  • সর্বশেষ
  • জনপ্রিয়