শিরোনাম
◈ চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে বৈঠক: আরাকানে স্বাধীন মুসলিম রাজ্য চায় জামায়াত ◈ ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ ◈ রাজধানীর সিদ্ধেশ্বরীতে চলন্ত প্রাইভেটকারে ছিনতাইকারী এসে টান দিল ব্যাগ, টেনে-হিঁচড়ে নিয়ে গেল নারীকে (ভিডিও) ◈ পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তুমুল সংঘর্ষ, নিহত ৫৪ ◈ সায়মা ওয়াজেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ ◈ সাত দশকে ট্রাম্প সবচেয়ে অজনপ্রিয় প্রেসিডেন্ট ◈ রাজধানীতে ব্যাটারিচালিত রিকশার বেপরোয়া চলাচলে অতিষ্ঠ নগরবাসী, শৃঙ্খলা ফেরানো দরকার  ◈ প্রত্যেক ভারতীয়র রক্ত টগবগ করছে: মোদি ◈ রোমে প্রধান উপদেষ্টার সঙ্গে ভ্যাটিকানের শীর্ষ নেতৃবৃন্দের সাক্ষাৎ ◈ বিএনপি কর্মী হত্যা: শেখ হাসিনার সঙ্গে হত্যা মামলার আসামি অভিনেতা ইরেশ যাকের

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২৫, ০২:৩৪ দুপুর
আপডেট : ২৭ এপ্রিল, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে ডিপ্লোমা নার্সিংকে স্নাতক সম্মান করার দাবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন, বিক্ষোভ

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স ও মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি পাস কোর্স) করার দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জনসহ বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। 
 
রবিবার (২৭ এপ্রিল) বেলা ১২টার দিকে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস পরিষদ ইউনিয়ন ফরিদপুর জেলা শাখার আয়োজনে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সামনে ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। 
এ সময় ফরিদপুর সরকারি নার্সিং কলেজ ও জেলার সকল বেসরকারি নার্সিং কলেজের কয়েকশ শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ করে।  
 
বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস পরিষদ ইউনিয়ন ফরিদপুর জেলার সাধারণ সম্পাদক ও ফরিদপুর সরকারি নার্সিং কলেজের শিক্ষার্থী তন্ময়ের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, ফরিদপুর সরকারি নার্সিং কলেজের শিক্ষার্থী রোমান হাসান, আক্তার হোসেন, রাহুল দেব প্রমুখ। 
 
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড  মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স কোন অংশেই স্নাতক সম্মান ডিগ্রির চেয়ে কম নয় বরং বেশি। শিক্ষার্থীরা অবিলম্বে তাদের উত্থাপিত দবি পূরনের জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচী অব্যাহত থাকবে বলে তারা হুশিয়ারি দেন। 
  • সর্বশেষ
  • জনপ্রিয়