শিরোনাম
◈ পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তুমুল সংঘর্ষ, নিহত ৫৪ ◈ সায়মা ওয়াজেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ ◈ সাত দশকে ট্রাম্প সবচেয়ে অজনপ্রিয় প্রেসিডেন্ট ◈ রাজধানীতে ব্যাটারিচালিত রিকশার বেপরোয়া চলাচলে অতিষ্ঠ নগরবাসী, শৃঙ্খলা ফেরানো দরকার  ◈ প্রত্যেক ভারতীয়র রক্ত টগবগ করছে: মোদি ◈ রোমে প্রধান উপদেষ্টার সঙ্গে ভ্যাটিকানের শীর্ষ নেতৃবৃন্দের সাক্ষাৎ ◈ বিএনপি কর্মী হত্যা: শেখ হাসিনার সঙ্গে হত্যা মামলার আসামি অভিনেতা ইরেশ যাকের ◈ তেজগাঁওয়ে বোবা রফিককে কুপিয়ে হত্যার মূল হত্যাকারী সাদ্দামকে গ্রেফতার  ◈ ঝটিকা মিছিল বিরোধী অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরও সাত সদস্য গ্রেফতার ◈ দুই উপদেষ্টার এপিএস-পিও’র দুর্নীতির খোঁজে গোয়েন্দা কার্যক্রম শুরু

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২৫, ০২:০১ দুপুর
আপডেট : ২৭ এপ্রিল, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরাজগঞ্জে মাদকসহ ব্যবসায়ী গ্রেফতার

সোহাগ হাসান জয়, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে ৩ হাজার ৯৭৬ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) এর সদস্যরা। রবিবার রাত আড়াইটার দিকে রায়গঞ্জ উপজেলার ষোল মাইল চান্দাইকোনা মা ফুড গার্ডেন হোটেলের পশ্চিম পার্শ্বে সাইদুল ইসলামের বাড়ীর সামনে থেকে আটক করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী নোয়াখালী জেলার সুধারাম থানার চর ষোলকিয়া গ্রামের মৃত মোজাফ্ফর আহম্মেদ এর ছেলে মোঃ খোকন মিয়া (৫৫)। রবিবার (২৭ এপ্রিল) দুপুরে র‌্যাব-১২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ উসমান গণি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ্য রয়েছে, র‌্যাবের গোয়েন্দা শাখার সহযোগিতায় রবিবার রাত আড়াইটার সময় রায়গঞ্জ উপজেলার ষোল মাইল চান্দাইকোনা মা ফুড গার্ডেন হোটেলের পশ্চিম পার্শ্বে সাইদুল ইসলামের বাড়ীর সামনে ঢাকা টু রংপুর মহাসড়কে মাদক বিরোধী অভিযানে চালিয়ে ৩ হাজার ৯৭৬ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এসময় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন এবং নগদ ৬ হাজার ১২৫ টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামি দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিজ হেফাজতে রেখে দেশের বিভিন্ন জেলায় ক্রয়-বিক্রয় করে আসছিল। এই ঘটনায় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীয়র বিরুদ্ধে রায়গঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়