শিরোনাম
◈ ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ ◈ রাজধানীর সিদ্ধেশ্বরীতে চলন্ত প্রাইভেটকারে ছিনতাইকারী এসে টান দিল ব্যাগ, টেনে-হিঁচড়ে নিয়ে গেল নারীকে (ভিডিও) ◈ পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তুমুল সংঘর্ষ, নিহত ৫৪ ◈ সায়মা ওয়াজেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ ◈ সাত দশকে ট্রাম্প সবচেয়ে অজনপ্রিয় প্রেসিডেন্ট ◈ রাজধানীতে ব্যাটারিচালিত রিকশার বেপরোয়া চলাচলে অতিষ্ঠ নগরবাসী, শৃঙ্খলা ফেরানো দরকার  ◈ প্রত্যেক ভারতীয়র রক্ত টগবগ করছে: মোদি ◈ রোমে প্রধান উপদেষ্টার সঙ্গে ভ্যাটিকানের শীর্ষ নেতৃবৃন্দের সাক্ষাৎ ◈ বিএনপি কর্মী হত্যা: শেখ হাসিনার সঙ্গে হত্যা মামলার আসামি অভিনেতা ইরেশ যাকের ◈ তেজগাঁওয়ে বোবা রফিককে কুপিয়ে হত্যার মূল হত্যাকারী সাদ্দামকে গ্রেফতার 

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২৫, ১০:৪২ রাত
আপডেট : ২৭ এপ্রিল, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হরিরামপুরে টিসিবির পণ্যসহ ডিলার আটক

শুভংকর পোদ্দার, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুরে টিসিবির পণ্যসহ মো. আনোয়ার হোসেন নামের এক ডিলারকে আটক করেছে পুলিশ। শনিবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার বাল্লা ইউনিয়নের বাস্তা বাজারে এ ঘটনা ঘটে। আটক ডিলার মো. আনোয়ার হোসেন মা ট্রেডার্সের প্রোপ্রাইটর। তিনি উপজেলার কাঞ্চনপুর আর গোপীনাথপুর ইউনিয়নের টিসিবির ডিলার।

পুলিশ ও স্থানীয়রা জানান, মো. আনোয়ার হোসেন উপজেলার গোপীনাথপুর ও কাঞ্চনপুর ইউনিয়নের টিসিবির ডিলার। তিনি বাস্তা বাজারে তার দোকান ঘরে টিসিবির পণ্য রেখে মাঝে মাঝে কার্ডধারীদের বাইরে অন্যদের কাছে বিক্রি করতেন। শনিবার দুপুরে বিক্রির সময় স্থানীয়রা পুলিশকে জানালে পুলিশ এসে দোকান ঘর থেকে ৩০ কেজির ৪ বস্তা চাল, ৪ কেজি মসুর ডাল, ৮ লিটার সয়াবিন তেল এবং ১৫ কেজি চিনি জব্দসহ তাকে আটক করে।

তবে, ডিলার মো. আনোয়ার হোসেন বলেন, চরাঞ্চলের টিসিবির উপকারভোগী অনেকে পণ্য নিতে আসে না, যার কারণে সেই মালগুলো উদ্বৃত্ত থেকে যায়। যেগুলো বাজার থেকে বিক্রি করি। এখন অনলাইনের মাধ্যমে বিক্রি করতে হয়, পণ্য সরানোর কোনো উপায় নেই। এই পণ্যগুলো ছয় মাস আগের।

এ বিষয়ে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুমিন খান বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়