শিরোনাম
◈ রোমে প্রধান উপদেষ্টার সঙ্গে উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ◈ ‘কাশ্মীরে হামলা সাজানো’ বিস্ফোরক মন্তব্য ভারতীয় হিন্দু সেনার, ভিডিও ◈ নতুন 'নন-নিউক্লিয়ার' হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা চালাল চীন, সামরিক ভারসাম্যে বড় পরিবর্তনের ইঙ্গিত ◈ ডা. জারা ও ডা. কবিরের বিরুদ্ধে আইনি নোটিশ প্রত্যাহার, দুঃখ প্রকাশ নোটিশদাতাদের ◈ ইসরাইলের বিমানঘাঁটিতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের ◈ শিক্ষার্থীদের আন্দোলনে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্যসহ ১১ কর্মকর্তা পদত্যাগ ◈ সৌ‌দি আর‌বের আল নাসর ক্লাব এএফ‌সি চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনা‌লে ◈ আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব ◈ পহেলগাঁও কাণ্ডে ভারতের সঙ্গে উত্তেজনার আবহে বাংলা‌দে‌শের স‌ঙ্গে সম্পর্ক আ‌রো গভীর কর‌তে বার্তা দিলেন পাক প্রতিরক্ষামন্ত্রী ◈ পাকিস্তানি বন্ধুকে দাওয়াত দিয়ে যে বিপদে পড়েছেন ভারতীয় অলিম্পিক স্বর্ণজয়ী অ্যাথলেট

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২৫, ১০:৩৭ রাত
আপডেট : ২৭ এপ্রিল, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়ার নন্দীগ্রামের রাস্তায় তেল-মবিল ছাড়াই চলছে পরিবেশ বান্ধব মিনিবাস

জিল্লুর রয়েল, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : তেল-মবিল ছাড়াই বগুড়ার নন্দীগ্রামের রাস্তায় চলছে ব্যটারিচালিত পরিবেশ বান্ধব ছোট আকারের মিনিবাস। বাসটি চারচাকার হওয়ায় দুর্ঘটনার আশঙ্কা অনেক কম বলে জানিয়েছেন চালক ও যাত্রীরা। শুক্রবার (২৫ এপ্রিল) সকালে নন্দীগ্রাম-দাসগ্রাম রাস্তায় এই মিনিবাস দেখা যায়। 
 
সরেজমিনে দেখা গেছে, ১২সিটের এই মিনিবাসটিতে যাত্রী বসার জন্য ১১টি ও ডাইভারের জন্য রয়েছে একটি সিট। গাড়িতে উঠানামার জন্য রয়েছে পাঁচটি আলাদা আলাদা গেট। আলো-বাতাস চলাচলের জন্য জানালার ব্যবস্থাও রাখা হয়েছে ওই বাসে। বাসটির সিটগুলো বেশ আরামদায়ক। এজন্য যাত্রীরা খুব স্বাচ্ছন্দ্যেই যাতায়াত করতে পারছে। 
 
ছোট আকারের এই মিনিবাসে যাতায়াত করা যাত্রী সাব্বির হোসেন বলেন, আমি এরকম ছোট মিনিবাস কোথাও দেখিনি। এই বাসটি চলার সময় কোনো শব্দ নেই। এই মিনিবাসে বসার সিটগুলো খুব ভালো। যাতায়াতের জন্য এই মিনিবাস অনেক আরামদায়ক। মিনিবাসটির মালিক ও চালক আবু মুসা জানান, নন্দীগ্রামে আমিই প্রথম ছোট মিনিবাস এনেছি। এই মিনিবাস বানিয়ে নিতে আমার ৫ লাখ টাকার বেশি খরচ হয়েছে। ঠিকমতো মিনিবাসটি চালালে প্রতিদিন দেড় হাজার টাকার বেশি ভাড়া উঠে। একবার ব্যটারিতে চার্জ দিলে ১২০ কিলোমিটারের বেশি চলে। ভালো রাস্তা হলে ৫৫ থেকে ৬০ কিলোমিটার বেগে গাড়ি চলে। ব্যটারিতে চার্জ দিতে ৪০ থেকে ৫০ টাকার বিদ্যুৎ লাগে। এই মিনিবাসটি দেখতে অনেকেই আসছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়