এম আর আমিন, চট্টগ্রাম : চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলার ১১৬ তম আসরের চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার 'বাঘা' শরীফ। শুক্রবার (২৫ এপ্রিল) কুমিল্লার আরেক বলী রাশেদকে পরাজিত করে চ্যাম্পিয়ন 'বাঘা' শরীফ হন। বিকাল সাড়ে পাঁচটার দিকে এবারও ফাইনালে মুখোমুখি হন বাঘা শরীফ ও রাশেদ বলী।
২০২৪ সালের ১১৫ তম আসরেও কুমিল্লার হোমনার বাঘা শরীফ চ্যাম্পিয়ন হন। এই আসরে রানার আপ হয়েছেন কুমিল্লারই আরেক বলী রাশেদ। শতবর্ষী এই বলীখেলায় ২০২৩ সালে চ্যাম্পিয়ন হয়েছিলেন কুমিল্লার শাহজালাল বলী। আর রানারআপ হন চকরিয়ার তারিকুল ইসলাম (জীবন) বলী।
এবারের আসরে অংশ নিয়েছেন ১৪৭ জন বলী (কুস্তিগীর)। বাড়তি আকর্ষণ হিসেবে থাকছেন জাতীয় পর্যায়ের খেলোয়াড়রাও। অংশ নিয়েছেন গত আসরের সেমিফাইনালিস্ট রাসেল, রাশেদ এবং সৃজন চাকমাও।
এর আগে খেলা উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। ঐতিহ্যবাহী এ বলীখেলা দেখতে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন হাজারো মানুষ। দর্শকদের উচ্ছ্বাসে মুখর ছিল পুরো মাঠ।
এদিকে, আবদুল জব্বারের বলীখেলা ঘিরে নগরের লালদীঘি মাঠ ও এর আশপাশজুড়ে বসেছে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী বৈশাখী মেলা। সিনেমা প্যালেস থেকে লালদীঘি মোড় হয়ে শাহ আমানত মাজার গেট। অন্যদিকে আন্দরকিল্লা এলাকা থেকে কোতোয়ালী মোড় পর্যন্ত বসেছে এ মেলার দোকানপাট।
১৯০৯ সালে চট্টগ্রামের বদরপাতি এলাকার ধনাঢ্য ব্যবসায়ী আবদুল জব্বার সওদাগর এই বলীখেলার সূচনা করেন। জানা গেছে, ব্যতিক্রমধর্মী ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের জন্য ব্রিটিশ সরকার আবদুল জব্বার মিয়াকে খান বাহাদুর উপাধিতে ভূষিত করলেও তিনি তা প্রত্যাখ্যান করেন।